পুরুগুপ্ত
সূত্র :
ভারতবর্ষের
গুপ্তরাজবংশের অষ্টম রাজা। গুপ্তবংশের
কুমারগুপ্ত
মহেন্দ্রাদিত্য (৪১৪-৪৫৫ খ্রিষ্টাব্দ)-এর মৃত্যুর পর ইনি উত্তরাধিকার
সূত্রের রাজা হন।
কুমারগুপ্ত দুই
মহিষীর মধ্যে প্রথম মহিষীর পুত্র ছিলেন পুরুগুপ্ত।
৪৫৫ খ্রিষ্টাব্দে
কুমারগুপ্ত-এর প্রথম সন্তান হিসেবে পুরুগুপ্ত রাজত্ব লাভ করেন। কিন্তু
রাজ্য চালনায় এবং বীরত্বের দিক থেকে তাঁর বৈমাত্রৈয় ভাই স্কন্ধগুপ্ত-এর সমতুল্য
ছিলেন। ফলে রাজ্য লাভের কিছুদিন পরই
স্কন্ধগুপ্ত তাঁকে পরাজিত করে গুপ্ত
সাম্রাজ্যের রাজা হন।
বাংলাদেশের
ইতিহাস (আদিপর্ব)/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।