সুবোধ পুরকায়স্থ
(১৯০৭-১৯৮২ খ্রিষ্টাব্দে)
গীতিকার।
১৯০৭ খ্রিষ্টাব্দের ৩ ফেব্রুয়ারি,
তৎকালীন ত্রিপুরা রাজ্যের ব্রাহ্মণবাড়িয়ায় [অধুনা বাংলাদেশ] জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য এঁদের আদি নিবাস ছিল সিলেটে। সেখানে তাঁদের জমিদারি ছিল। পরে এঁরা চলে
আসেন ব্রাহ্মণবাড়িয়াতে।
পারবারিক সাঙ্গীতিক পরিবেশের ভিতরে তাঁর সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মে।
ব্রাহ্মণবাড়িয়ায় অপর কৃতি সন্তান
হিমাংশু দত্ত
ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। কলকাতায় আসার পর গীতিকার হিসেবে আত্মপ্রকাশে
হিমাংশু দত্তের বিশেষ ভূমিকা ছিল। তিনি কুমিল্লার
সবুজ সংঘের সদস্য ছিলেন।
কুমিল্লা জেলা স্কুল থেকে এন্ট্রাস পাস করার পর, ভর্তি হন কলকাতার সেন্ট পলস কলেজে।
এই স্নাতকোত্তর বিভাগে ভর্তি হলেও শিক্ষা সমাপ্ত করেন নি।
গীতিকার হিসেবে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল- গ্রামোফোন রেকর্ডে গান লেখার সূত্রে। তাঁর
লেখা গান সে সময়ের প্রায় সকল প্রখ্যাত শিল্পীরা গেয়েছিলেন। সে সময় গ্রামোফোন রেকর্ডে
গীতিকারদের নাম উল্লেখ করা হতো না। সুবোধ পুরকায়স্থ অন্যান্য গীতিকারদের সাথে নিয়ে
আন্দোলন করেন। পরে রেকর্ডে গীতিকারের নাম উল্লেখ শুরু হয়েছিল। এছাড়া সে সময়ে
গীতিকারদের প্রতিটি গানের জন্য রেকর্ড কোম্পানির বরাদ্দ ছিল মাত্র ১০ টাকা। সুবোধ
পুরকায়স্থ সম্মানীর বাড়ানোর জন্য আন্দোলন করেছিলেন। রেকর্ড কোম্পানির সাথে আরও
অন্যান্য বিষয়ে তিক্ততা সৃষ্টির সূত্রে রেকর্ড কোম্পানি তাঁর গান রেকর্ড বন্ধ করে
দেয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে এইচএমভি
অভিমানে স্বেচ্ছায় সঙ্গীত জগৎ থেকে সরিয়ে নেন। এই সময় তিনি বালি জুট মিলে চাকরি
করেই সময় কাটান। ১৯৮২ খ্রিষ্টাব্দে তিনি চাকরি থেকে অবসর নেন।
১৯৮৪ খ্রিষ্টাব্দের ২২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সুবোধ পুরকায়স্থের গানের তালিকা
- আজি মিলন নিশি ভোরে। কথা: সুবোধ পুরকায়স্থ। সুর: শৈলেশ দত্তগুপ্ত। শিল্পী
গৌরীকেদার ভট্টচার্য
- আমার এ ভালোবাসা। কথা: সুবোধ পুরকায়স্থ। সুর:
কমল দাশগুপ্ত।
শিল্পী: সন্তোষ সেনগুপ্ত
- চাঁদ কহে চামেলি। কথা: সুবোধ পুরকায়স্থ। সুর:
হিমাংশু দত্ত। শিল্পী উমা বসু
- জানি জানি গো। কথা: সুবোধ পুরকায়স্থ। সুর:
কমল দাশগুপ্ত।
শিল্পী:
জগন্ময় মিত্র
। ৪ মার্চ ১৯৪১
- ঝুলনের দোল লাগে। সুবোধ পুরকায়স্থ। সুর:
হিমাংশু দত্ত। শিল্পী কুমুদেশ সেন।
- বিরহে তোমারে পাই। কথা
সুবোধ পুরকায়স্থ। সুর:
কমল দাশগুপ্ত।
শিল্পী:
জগন্ময় মিত্র
।
২ ফেব্রুয়ারি ১৯৪৬
মেনেছি গো হার মেনেছি। কথা: সুবোধ পুরকায়স্থ। সুর:
কমল দাশগুপ্ত।
শিল্পী:
জগন্ময় মিত্র।
৭ এপ্রিল ১৯৪৩। পরে মান্না দে গানটি গেয়েছিলেন।
সেদিন তোমায় আমি। কথা: সুবোধ পুরকায়স্থ। সুর:
কমল দাশগুপ্ত।
শিল্পী:
জগন্ময় মিত্র।
৪ মার্চ ১৯৪১
সূত্র:
- আধুনিক বাংলা গান। সুধীর চক্রবর্তী সম্পাদিত। প্যাপিরাস. কলকাতা।
প্রথম প্রকাশ ১ বৈশাখ ১৩৯৪। পৃষ্ঠা: ১৮৩-১৮৪
- শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। জগন্ময় মিত্র। প্রতিভাস। কলকাতা। ৭
ফেব্রুয়ারি ১৯৮৫।