কথা: এ.কে.এম আব্দুল আজিজ
সুর: এ.কে.এম আব্দুল আজিজ
গান: ১
সুরাঙ্গ: ভাটিয়ালি
তাল: কাহারবা
 

কলকল ছলছল নদী করে টলমল           
    ঢেউ ভাঙে ঝড় তুফানেতে।    
নাও বাইওনা মাঝি বেসম দৈরাতে ॥  

ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ         
        শনশন বায়ু বহে চৌদিকে।
মাঝি নিমেষে গুটাইও পাল—
        সামলে ধরিও হাল         
ধীরে ধীরে দিও পাড়ি বৈঠাতে ॥      

বদর বদর বলি— কিনারে কিনারে চলি         
        ভাটি গাঙে ভাটিয়াল গাইও    
থাকিলে জোয়ার দেরী—
        লগী মাইরো তরাতরি           
বেলাবেলি ঘাটে ফিরা আইও।  

থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে         
    দুরু দুরু কাঁপে হিয়া নৈরাশে।  
মোরে কূলে রাইখ্যা বার বার—
    না যাইও গাঙেতে আর         
সাথে সাথে নিও তুলে নৌকাতে ॥