বিষয়: আবদুল লতিফের গান
গান সংখ্যা: ৭
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে
বৌ কথা কও পাখি ডাকে
নিত্য হিজল গাছে
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে !

দোয়েল কোয়েল কুটুম পাখি
বন বাদাড়ে যায়রে ডাকি
আছে শাপলা শালুক
ঝিলে বিলে পুকুর ভরা মাছে
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে ॥

হাজার তারার মানিক জ্বলে,
হেথায় মাটির ঘরে
সবার মুখের মিষ্টি কথায়
সবার হৃদয় ভরেরে, সবার হৃদয় ভরে।
বুক জুড়ানো বধূর হাসি, রাখাল ছেলে বাজায় বাঁশি
আহা সব দুনিয়ার সেরা ও ভাই,
এ দেশ আমার কাছে,
আমার দেশের মতন এমন
দেশ কি কোথাও আছে ॥