শ্রীকৃষ্ণকীর্তন
জন্মখণ্ড তাম্বুলখণ্ড দানখণ্ড নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবনখণ্ড কালিয়দমনখণ্ড যমুনাখণ্ড বাণখণ্ড বংশীখণ্ড রাধাবিরহ খণ্ড  


বৃন্দাবন খণ্ড
    
 (১)
কোড়ারাগঃ
একতালী

এবেঁ মলয় পবন ধীরেঁ বহে
মনমথক জাগাএ

সুগন্ধি কুসুমগণ বিকসএ

ফুটি বিরহহৃদয়ে

তোর দরশন বিণি রাধা ল
বড় বিকল কাহ্নাঞিঁ ল
তোর বিরহদহনে
ধ্রু
ঘর তেজি ঘোর বনে বসে কাহ্নাঞি ল
সুতে ধরণীশয়নে

আহোনিশি তোর নাম সোঁঅরে ল
আতি বড়ই যতনে

এবেঁ সত্বর গমন করি রাধা ল
পুর কাহ্নাঞিঁর আশে

বাসলীচরণ শিরে বন্দীআঁ ল
গাইল বড়ু চণ্ডীদাসে


            (২)
মালবরাগঃ
রূপকং বিচিত্র লগনী দণ্ডকঃ

তোহ্মা না দেখিআঁ রাধা বিকল কাহ্নাঞিঁ
এবেঁ আহ্মাক পাঠায়িল তোর ঠাই
তোহ্মাক বুয়িল কাহ্নাঞিঁ বিনয়বচনে

বৃন্দাবন আসি মোরে দেঊ দরশনে
আহ্মার সাসুড়ী বড়ায়ি বড় খরতর

সব খন রাখে মোরে ঘরের ভিতর
কেমমে জায়িবোঁ বড়ায়ি তার বৃন্দাবনে

মনত গুণিআঁ বোল উপায় আপণে
ব্রত ছল করি ফুল তুলিবাক তরেঁ

বৃন্দাবন যাসি তোক কিছু নাহিঁ ডরে
সখি সব সঙ্গে করি চলিহলি রাধা

তবেঁ আইহনের মাএ মা করিব বাধা
ব্রতের মরম আইহনের মাএ জাণে

প্রবোধিতেঁ নারিবোঁ তাক এ সব বচনে
আহ্মার হৃদয়ে বড়ায়ি আছে উপাএ

সেসি প্রকারে বৃন্দাবনগতি হএ
রাধার বদন চুম্বী বুইল বড়ায়ি

আপণে উপায় তোহ্মে কহ মোর ঠায়ি
তাহাক করিব আহ্মে বড়য়ি যতনে

সুখেঁ লআঁ যাইব তোক বৃন্দাবনে ১০
মোর সব সখির সাসুড়ি থান গিআঁ

হেন বোল তা সমাক কিছু ভরছিআঁ ১১
রিকি নহে আইহনের মাএর কারণে

তাক ভরছিলেঁ বহু ঝি দহী বিকণে১২
ভাল বুয়িলেঁ রাধা তোর গমন উপাএ

এখনে হেনক কাম করিতেঁ জুআএ ১৩
এয়ি গিআঁ সাধোঁ কাম তোর উপদেশে

বাসলী শিরে ধরী গাইল চণ্ডীদাসে ১৪

                  (৩)

        গুজ্জরীরাগঃ যতি

অথাভিমন্যুজননীং জরতীলপিতানুগাঃ
রোষাবেশবশাদেগাপ্যস্তদূচুর্ববচনাশুগৈঃ

গোপকুল নঠ হএ তোহ্মার কারণে
কুবুধি কত উপজে তোহ্মার মণে
আপণা সদৃশ কেহ্নে দেখ সব নারী
এ কালের বহু সব নহে সতন্তরী
ষোল সহস্র গোপী রাধা সঙ্গে যাএ

তভোঁ তোর মণের সংশয় না পালাএ ধ্রু
তোর কুবচন সব গোপীজন কহে

তাক সুণী ঘরের বাহির কেহো নহে
দধি দুধ ঘৃত ঘোল হাটে না বিকাএ
এবেঁ গোআলার গেল জীবন উপাএ
তোহ্মে এবেঁ গোআলত ভৈলা বড় জাতী

আজি হৈতেঁ আহ্মারা হৈলাহোঁ একমতী
আপণ আপণ বহু হাটক পাঠায়িব
তোহ্মার ঘরত অন্ন পাণি না খাইব
এ বোল সুণিআঁ ডরে আইহনের মাএ

প্রণাম করিআঁ বুইল তা সহ্মার পাএ
কালি হৈতেঁ যাইবে রাধা মথুরা নগর
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর  

              (৪)

দেশবরাড়ীরাগঃ লঘুশেখরঃ
অবসরমধিগম্য সমাগেতং
সরভসমার্ত্তিভরাদুপেত্য রাধাং

হরিচরিতবিশেষমুল্লিখন্তী
ব্যধিতমনোজবশাং রসেন বৃদ্ধা

তোর রতি আশেআশেঁ গেলা অভিসারে
সকল শরীর বেশ করী মনোহরে॥ 
না কর বিলম্ব রাধা করহ গমনে
তোহ্মার শঙ্কেতবেণু বাজাএ যতনে
কালিনীর তীরে বহে মন্দ পবনে

তোহ্মাক চিন্তিতেঁ আছে নান্দের নন্দনে ধ্রু
তোর তনুগত রেণু চলিল পবনে

তাহাকো করএ কাহ্ন আতি বহুমানে
পাখি বসিতেঁ তরুপাতচলনে
তোহ্মার গতি শঙ্কিআঁ রচয়ে শয়নে
চাহে দশ দিশ কাহ্ন চকিত নয়নে

কত খনে আইসে রাধা এহি করী মণে
তেজহ সুন্দরি রাধা মুখর মঞ্জীর
সত্বরেঁ চলহ কুঞ্জ এ ঘন তিমির
কৃষ্ণের হৃদয়ে রাধা রতি বিপরীতে

শোভে মেঘমালে যেহেন তড়িতে
গলিত বসন হীন রসন জঘনে
আপণে আরোপ গিআঁ পল্লবশয়নে
মানী বড় ভৈল কাহাঞিঁ শেষ রজনী

তার পুর মনোরথ মোর বোল সুণী
এবেঁ আযুগত রাধা বিলম্ব গমনে
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে  

           (৫)

      ধানুষীরাগঃরূপকং

পথে জায়িতেঁ কথা কহে সুবুধী বড়ায়ি
এবেঁ সুচরিত ভৈল সুন্দর কাহাঞিঁ
বাটদাণ হাটদান আর ঘাটদানে
সব আধিকার তেজি বসে বৃন্দাবনে
এবেঁ সব লোকের সে করে উপকার

ধরম দেখিআঁ সে তেজিল পরদার ধ্রু
কাহাকো না বোলে কাহ্নায়িঁ এখো খরবাণী

তাহার চরিত্র এবেঁ আহ্মে ভালেঁ জাণী
হাটুআ লোকেরেঁ তোষে দিআঁ ফুল ফলে
আগু বাঢ়ায়িআঁ থোএ যমুনার কূলে
বড়ই সুন্দর এবেঁ দেখি দামোদর

তাক না করিহ তোহ্মে সব কিছু ডর
তাহাক দেখিলেঁ মোর বোলে পায়িবেঁ সাখী
লাভে তাক দেখিআঁ জুড়ায়িবে দুই আখী
এ সব কথা কহে বড়ায়ি মনের উল্লাসে

সহ্মে মেলিলা গিআঁ বৃন্দাবন পাশে
বৃন্দাবনের ফুলে সহ্মার হৈল আশ
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস

               (৬)

     রামগিরীরাগঃ রূপকং

বৃন্দাবনকথা শুণী বড়ায়ির মুখে
গোআল যুবতী সব পাইল বড় সুখে
সহ্মাক লয়িআঁ রাধাঁ করিআঁ যুগতী
বৃন্দাবন দেখিবার হৈলা একমতী
রাধা সব সখি সমে করিল গমনে

তখণ সহ্মার মণে বেধিল মদনে ধ্রু
আতি বড় পাইল রাধা মনত হরিষে

বাট কাচায়িল বড়ায়ি বৃন্দাবন দিশে
আগু করী বড়ায়িক চন্দ্রাবলী জাএ
চিত্তের হরিষে সব গোপী গতী গাএ
বৃন্দাবন জাএ রাধা রস পরিহাসে

আড় নয়নে দেখে কাহ্নাঞিঁক পাশে
খসাআঁ বান্ধিল পুণী কুন্তলভার
সঘন ছাড়িল রাধা হাম্বী আপার
চুম্বন করিল রাধা সখির বদনে

ভাল গীত গাএ বুলী পড়িল মদনে
হেনমতেঁ গেলী রাধা মাঝবৃন্দাবনে
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে  

             (৭)

রামগিরীরাগঃ রূপকং

অশরীররসাবেশবশান্বীক্ষ্য রসালসঃ
সাকূতং মাধবঃ প্রাহরাধিকামিদমাদরাৎ

হের চন্দ্রাবলী রাধা মাঝবৃন্দাবনে
কুসুমসমূহে শোভে সব তরুগণে
তাত সুললিত শুণী ভ্রমরের রোল
আছুক মানুষ দেবলোক পড়ে ভোল
রাধা তোর মোর দেখি মাঝবৃন্দাবনে

আজি সে সফল হউ নবীন যৌবনে ধ্রু
শপথ করিআঁ রাধা বোলোঁ এ বচনে

তোহ্মার আন্তরে কৈলোঁ এ বৃন্দাবনে
এক ঠায়ি থুয়িআঁ রাধা মাথার পসার
ফুল পহ্র ফল খাঅ ত্রিভুনে সার
এহা বনে আদভুত আছে থানে থানে

আহ্মা ছাড়ী তাক আন কেহো নাহিঁ জাণে
তোহ্মাক দেখাওঁ লআঁ কর আনুমতী
তথাঁক না লইহ লোক কেহো সংহতী
সকল শরীর মাঝেঁ তোহ্মে যেন সার

তেহ্ন সব বন মাঝেঁ এ বন আহ্মার
এহাত উচিত হএ তোহ্মার বিলাস
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস

            (৮)

গুজ্জরীরাগঃ রূপকং

তোর সঙ্গে জাইব মাঝ বনে
আর সংহতী এড়িব কেনমণে
যত দেখ মোর সখিগণে
কাহারো ভাল নহে মনে ল কাহাঞিঁ
তেহ্ন কর উপায় আপণে

ভাল বোলে যেহ্ন সখিগনে ধ্রু
ফুলেঁ ফলেঁ বৃন্দাবন শোভে

তা দেখি সহ্মাতেয়ি লোভে
কেহো না এড়িবে তোর লাগে
সহ্মে হয়িব তোর আগে
সামী সাসু দুইহো খরতর

আর খল সকল নগর
সব তোর মোর দোষ চাহে
তেসিঁ মোর মন থীর নহে
মোর মনে হেন পড়িহাসে

ফুল ফলের দিআঁ আশে
সখিগণ নেহ চারি পাশে
গাইল বড়ু চণ্ডীদাসে

         (৯)

দেশাগরাগঃ রূপকং

রাধা ল
আপণে কহিলে মোর মনের কথা
সুণিআঁ খণ্ডিল সব বেথা
ষোল সহস্র তোর সখিগণ
সহ্মার তোষিব আহ্মে মন
রাধা ল

করিআঁ বিবিধ তনু আহ্মে দেবরাজে
বিলসিবোঁ গোপীসমাজে ধ্রু
চির সময় সঞ্চিত উ ভয় তোর মণে

খণ্ডায়িবোঁ আজি ভালমণে
একেঁ একেঁ রাধা যত গোপীগণ দেখী
আজি সে করায়িবোঁ তোর সখী
কেহো কাহাকো যেন না করে উপহাস

তেহ্নমতেঁ করিব বিলাস
তা সহ্মার হৃদয় হরিআঁ নিল আহ্মে
পাছে জনী রোষ কর তোহ্মে
এ বোল বুলিআঁ কাহ্নাঞিঁ মণের উল্লাসে

গেলা সব গোপীগণ পাশে
সহ্মাক বুইল কাহাঞিঁ রতি পতিআশে
গাইল বড়ু চণ্ডীদাসে

            (১০)

বসন্তরাগঃ একতালী

লাজ ভয় তেজিআঁ সকল গোপীগণে
মিলিআঁ বুইল গিআঁ গোবিণ্দচরণে
আহ্মা না হেলিহ গোসাঞিঁ আনের বচনে
আজি হৈতেঁ আহ্মে সহ্মে তোহ্মার শরণে
তোহ্মে দেব বনমালী নান্দের নন্দন

আজি হৈতেঁ গোপীর হৃদয়চন্দন ধ্রু
আহ্মার ধরহ আর এক বচন

কতো খন দেখি গোসাঞিঁ তোর বৃন্দাবন
এড়িতেঁ না ফুরে মন এখো খনে
কমন আন্তরে তোহ্মে হরিলেহেঁ মনে
বুঝিবারে নারিল তোহ্মারে জগন্নাথ

পাত পাতিআঁ কেহ্নে নাহিঁ দেহ ভাত
আসত নিফল দুখ সহন না জাএ
ত্রিভুবনজনমন গোচর তোহ্মাএ
এ বচন শুণী উল্লসিত ভৈল কাহ্ন

আমৃতেঁ সিঞ্চিল আপনার দুঈ কান
গোপীগণমন তোষিবারে কৈল মন
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ  

               (১১)

 কোড়ারাগঃ ক্রীড়া

বুঝিআঁ গোপীর মনে
আল
খণেক গুণিল কাহ্নে
ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে
আনেক হয়িআঁ তখনে
বিলসিল গোপীগণে
যাহারে রমএ সেসি দেখে কাহ্নে
আল

সব গোপীজন জাণে
মোএঁ সে পায়িলোঁ এ বনে শ্রীমধুসূদনে ধ্রু
ফুটিল কুসুম পুঞ্জে

সরস ভ্রমর গুঞ্জে
এক এক নারি লআঁ এক এক কুঞ্জে
চির মনোরথ পুরী
রসময় মন করী
বৃন্দাবন মাঝে রতি ভুঞ্জিল মুরারী
একেঁ একেঁ গোপীজনে

সহ্মে জাণিল আপণে
রাধাতে আধিক কাহ্ন মণে
কাহ্নাঞিঁ তাহাক জাণী
কিছু না বুয়িল বাণী
রাধা চন্দ্রাবলী মণে কৈল চক্রপাণী
সংহবী সকল দেহে

গোপী এড়ি কুঞ্জগেহে
বিকল গোবিন্দ মুরারী রাধার নেহে
গেলা রাধিকার পাশে
সুরতি রসের আশে
গাইল বড়ু চণ্ডীদাসে

        (১২)

পাহাড়ীআরাগঃ ক্রীড়া ॥  দণ্ডকঃ

বৃন্দাবনীয়প্রসবপ্রক৯প্তাং
পশ্যামি রাধে ভবতীং পুরস্তাৎ

বিশ্রাণয় ত্বং কুসুমান্ববায়ে
বামেথবা মোদবিধায়ি দেহং

তমাল কুসুম চিকুরগণে
নীল কুরুবক তোর নয়নে
সুপুট নাসা তিলফুলে

দেখি তোর গণ্ডযুগ মহুলে
আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে

কণ্ণযুগ তোর এ বগহুলে
মুকুলিত কুন্দ তোর দশনে

খস্তরী কুসুম তোর বসনে
ভুজযুগ হেমযূথিকামালে

অশোকতবক করযুগলে
মুকুলিত থলকমল তনে

রোজরাজী তাত আতয়ীগণে
গভীর নাভী নাগেশর ফুলে

কনক কেতকী জংঘযুগলে
চরণকমল থলকমলে

আঙ্গুলী চম্পককলিকাজালে
নখরনিকর দেখি গুলালে

শিরীষ কুসুম তনু সকলে
কনক চম্পক কুসুমপান্তী

তোহ্মার সকল শরীরকান্তী ১০
নেআলী সেআলী মাহ্লী বিকসে

তোহ্মার মধুর ঈষত হাসে ১১
দেখোঁ মোর তোর ফুলশরীরে

গাইল চণ্ডীদাস বাসলীবরে ১২

         (১৩)
দেশাগরাগঃ
রূপকং

কাহ্নাঞিঁ ল
সকল পুরুষ মাঝেঁ               তোহ্মে বড় নাগর
            তোহ্মারে কে দিবেক উত্তর

ছাড়হ অলঞ্জাল                   না কর কচাল
            এড় যাওঁ মথুরা নগর

কাহ্নাঞিঁ ল
            বুঝিল বুঝিল তোহ্মার মতী

            সম দেখ সকল যুবতী ধ্রু
কিবা না করিল আহ্মে           তোহ্মার এক বচনে
            লাজে দিআঁ তিনাঞ্জলী

নিজ পতি না চাহিলোঁ           তোহ্মাক উপেখিলোঁ
            সহিলোঁ সাসুনন্দগালী

বিষম পুরুষ জাতী               কঠিন হৃদয় অতী
             তাক নাহিঁ কিছু পরকার

ছার তিরী যরম                   শিরীষ কুসুম মন
             বড় মানে তিন ঊপকার

তোহ্মার নেহ সকল              কমলিনীদলজল
             চঞ্চল দুঈহো পড়িহাসে

এড়হ আহ্মার আশে              চলি জাহা নিজ বাসে
             গাইল বড়ু চণ্ডীদাসে

             (১৪)
         ককূরাগঃ
রূপকং

তোহ্মাতে মজিল মোর মনে ল

আল হের সুন প্রাণ রাধা ল
কেহ্নে বোল নিঠুর বচনে

হের মোর বৃন্দাবনে ল
আল হের সুণ প্রাণ রাধা ল
নিফল করহ কি কারণে

নানা ফুলে বুলে ভ্রমরে

আল হের সুণ প্রাণ রাধা ল
তভোঁ কি মালতী পাসরে
ধ্রু
এ তোর নব যৌবনে ল
আহোনিশি জাগে মোর মণে

তাহাত তোহ্মা রমণে ল
খেতি করে আহ্মার পরাণে

মন ঝুরে তোর নামে ল
সংসারত তোহ্মা কৈলোঁ সারে

তোর বোলেঁ গোপীগণে ল
তুষিআঁ তেজিলোঁ পরকারে

তোতে মন না বিচলে ল
বোল মোরে বৈশোঁ তোর পাশে

খণ্ডুক আহ্মার দুখ হঊক মন সুখ
গাইল বড়ু চণ্ডীদাসে

                (১৫)
 ভাঠিআলীরাগঃ
রূপকং

কৃষ্ণস্য প্রেমবচসা রাধা সাদরমানসা
বসাভবদসাবাশু কুসুমাশুগসঙ্গতা

তিরীর সভাব মণে করে
প্রাণ কাহ্নাঞিঁ ল
তাত রোষ না কর নাগরে

এ তোহ্মার বচনে
প্রাণ কাহ্নাঞিঁ ল
সব কোপ খণ্ডিল এখনে
এআ
আল হের
এহি জাগে তোহ্মার চরণে

প্রাণ কাহ্নাঞিঁ ল
আহ্মা সম না করিহ আনে
ধ্রু
তোহ্মার আহ্মার দুঈ মণে

এক করী গাস্থিল মদনে
তার আনুরূপ বৃন্দাবনে
তোর বোল না করিব আনে
বিধি কৈল তোর মোর নেহে

একই পরাণ এক দেহে
সে নেহ তিঅজ নাহিঁ সহে
সে পুণি আহ্মার দোষ নহে
কে বুলিতেঁ পারে তোর গুণে

একেঁ একেঁ বসে মোর মনে
এবেঁ আসি বৈশ মোর পাশে
গাইল বড়ু চণ্ডীদাসে