শ্রীকৃষ্ণকীর্তন
(১)
গুজ্জরীরাগঃ॥
ক্রীড়া
॥
লগনী
॥
সুন্দরি
রাধা সুণ সমুখে
পুছো মোএঁ
হৃষীকেশে।
কথাঁ না বসসি কথাঁ
তোর ঘর
জাইবেঁ কোমণ
দেশে
॥
ল রাধা
॥
১
গোকুলে থাকোঁ মো গোআল
জাতী
তোহ্মে না পুছহ
কিকে।
ষোল শত গোপী পসার সাজিআঁ
মথুরা জাওঁ মো
বিকে
॥২
ওলাহা রাধা মাথার
চুপড়ী
দেখোঁ মো
তোহ্মার পসারা।
কোণ বথু লআঁ জাহা
মথুরা
তাহার দেহ
বিচারা
॥
৩
ঘৃত দধি দুধ আওর ঘোল
এ সব মোর পসারা।
তোহ্মে না কমণ কারণে
কাহ্নাঞিঁ
চাহ এহার বিচারা
॥
৪
তোএঁ না জাণসি মোএঁ
মাহাদাণী
এ দান সব
আহ্মারে।
ভাণ্ডে ষোল পণ দিআঁ
মাহাদান
চল মথুরা নগরে
॥
৫
বিথর কালে বিথর শুণী
হেন বিপরীত বাণী।
আনেক সমএ মথুরার পথে
ঘৃত দুধে
মাহাদাণী
॥
৬
আজলী রাধা তোঁ আবালী
বড়ী
হের পাঞ্জী
পরমাণে।
আপণ চিহ্নিআঁ দিআঁ
যাহা দান
রাখহ আপন মাণে
॥
৭
-----
(এই
খানে মূল পুথিতে একখানি পৃষ্ঠা নাই)
..মাহাদাণী
এতকালে শুণী
হেন আচরিজ বাণী।
তোর বাপ মাএ লাজ নাহি
তাএ
শুণ দেব
চক্রপাণী
॥
১৬
ক্রোধে কাহ্নাঞি রাধার
আঞ্চলে
ধরি মনে মনে
হাসে।
বাসলীচরণ শিরে
বন্দীআঁ
গাইল বড়ু
চণ্ডীদাসে
॥
১৭
(২)
আহেররাগঃ
॥
একতালী
॥
বাটদান হাটদান লইলোঁ রাজঘরে।
তেকারণে আইলোঁ
মোএঁ যমুনার তীরে॥
নিতি নিতি যাহা
তোহ্মে মথুরা নগরে।
সব সুবিধান দান
দেহ ত আহ্মারে
॥
১
দিবেহেঁ দধির দাণ সুনহ গোআলীনী
॥
কংসের বিষএ
আহ্মে হইএ মাহাদাণী
॥
ল
॥
ধ্রু
দেহ দধি ঘৃত দান যত হএ লেখে।
পসারের দান দিআঁ
যাহা একে একে
॥
অভরস না কর সত্য
আহ্মে বুইল।
তোহ্মার কারণে
আহ্মে মাহাদাণ লইল
॥
২
আহ্মার বচন তোহ্মে শুন শশিমুখী।
নেহত লাগিআঁ শত
পঞ্চাস উপেখী
॥
এহা জাণী মোকে
দেহ আলিঙ্গন দানে।
আপণ গৌরব রাধা
রাখহ আপণে
॥
৩
লেখা করে কাহ্নাঞিঁ আপণে খড়ী পাড়ী।
বাকী ভৈল রাধা
তোতে নব লক্ষ কড়ী
॥
হএ নহে রাধা
আপণে লেখা কর।
গাইল বড়ু
চণ্ডীদাস বাসলীবর
॥
৪
(৩)
রামগিরীরাগঃ
॥
আঠতালা
॥
এহে।
সকল বএসে মোর এগার বরিষে।
বারহ বরিষের দান চাহ মোর কিসে॥
এতেকেঁ বুঝিল তোর কাজে ভাষ।
লোক সুণিলে তোকে হৈব উপহাস
॥
১
পন্থ ছাড়ি দেহ কাহ্নাঞিঁ বিরোধ না কর।
তোর পুণ্যেঁ
জাওঁ বিকে মথুরা নগর
॥
ধ্রু
নাগরশখর তোহ্মে নামে বনমালী।
তোর যোগ নহোঁ
মোএঁ আতিশয় বালী
॥
আধিক পীড়এ যবেঁ
ভুখিল ভষলে।
তভোঁ নাহি পাএ
মধু কমলমুকুলে
॥
২
বড়ার বহুআরী আহ্মে বড়ার ঝী।
মোর রুপ যৌবনে
তোহ্মাতে কী
॥
দেখিল পাকিল বেল
গাছের উপরে।
আরতিল কাক তাক
ভখিতেঁ না পারে
॥
৩
রতিকথা সখিমুখে না শুণীলোঁ কানে।
বারেক রাখহ
কাহ্নাঞিঁ আহ্মার সমানে
॥
চরণে ধরোঁ তোর
দেব নারায়ণ।
গাইল বড়ু
চণ্ডীদাস বাসলীগণ
॥
৪
(৪)
মালবরাগঃ
॥
রূপকং
॥
লগনী
॥
তোর রূপ দেখি মোর চিত নহে থীর।
প্রাণ যেহ্ন
ফুটি জাএ বুক মেলে চীর
॥
১
যার প্রাণ ফুটে বুকে ধরিতেঁ না পারে।
গলাত পাথর
বান্ধী দহে পসী মরে
॥
২
তোহ্মে গাঙ্গ বারানসী সরুপেসিঁ জাণ।
তোহ্মে মোর সব
তীত্থ তোহ্মে পুণ্যস্থান
॥
৩
এ বোল বুলিতে কাহ্ন না বাসসি লাজ।
তোহ্মার মাঊলানী
আহ্মে শুণ দেবরাজ
॥
৪
হইএ আহ্মে দেবরাজ তোহ্মে মোর রাণী।
মিছাই সম্বন্ধ
পাত ভাগিনা মাঊলানী॥৫
এ বোল বুলিতে তোর মণে বড় সুখ।
পরঘর পইসে যেহ্ন
চোর পাটাবুক
॥
৬
ভাল বোল বুলিলি তোঁ চন্দ্রাবলী রাণী।
আহ্মার মণের কথা
কহিলেঁ আপুণী
॥
৭
বিরহে পুড়িআঁ কাহ্ন হাকল বিকল।
জরুআ দেখিআঁ
যেহ্ন রুচক আম্বল
॥
৮
জাইবার বাসনা তোহ্মে ছাড়হ গোআলী।
গাইল বড়ু
চণ্ডীদাস বন্দীআঁ বাসলী
॥
৯
(৫)
কোড়ারাগঃ
॥
দণ্ডক
॥
সতীত্বং তব বিজ্ঞাতং রাধিকে বদ মাধিকং।
অধুনা মম দানস্য
গণনায়াং মনঃকুরু॥
-----
হাথে খড়ী করী
বোলোঁ মো কাহ্ন।
আইস ল রাধা লেখা
করি দান
॥
১
আহুঠ হাথ কলেবর তোর।
দুই কোটি দান
তাহাত মোর
॥
২
মাথাত কুসুমমাল রচনে।
এহাত আহ্মার
লক্ষক দানে
॥
৩
চামর জিনিআঁ চিকুর তোরে।
এহার দান দুঈ
লাখ মোরে
॥
৪
সিসের সিন্দূর ভূবন মোহে।
এহার দান তিন
লক্ষ হএ
॥
৫
নির্ম্মল শশি তোর মুখ দেখোঁ।
এহার দান চারি
লাখ লাখোঁ
॥
৬
নীল উপতল তোর নয়নে।
এহাত মোর পাঞ্চ
লাখ দানে
॥
৭
গরুড় সমান তোহোর নাশা।
এহাত ছয় লক্ষ
দানের আশা
॥
৮
শ্রবণে কুণ্ডল শোভএ তোরে।
এহার দান সাত
লক্ষ মোরে
॥
৯
মাণিক জিণিআঁ দশন শোহে।
এহার দান আঠ লাখ
নহে
॥
১০
বিম্বফলতুল তোর আধরে।
নব লক্ষ দান তাত
আহ্মারে
॥
১১
কণ্ঠদেশ তোর কম্বু সমানে।
দশ লক্ষ হএ এহাত
দাণে
॥
১২
বাহু মৃণাল কমল করে।
এগার লক্ষ দান
তাহারে
॥
১৩
নখপাঁতি তোর চন্দ্রিকা জিণে।
বার লক্ষ হএ
এহার দানে
॥
১৪
শ্রীফলযুগল তোহোর তনে।
এহার দান তের
লক্ষ ধনে
॥
১৫
ত্রিবলি মাঝা বাএ হালে তোরে।
চৌদ লক্ষ দান
এহাত মোরে
॥
১৬
উরু তোর রামকদলী সমানে।
পঞ্চদশ লক্ষ
এহার দানে
॥
১৭
পদযুগ থলকমল আকারে।
ষোল লক্ষ দান
তাহাত আহ্মারে
॥
১৮
হেম পাট জিণি তোহোর জঘনে।
চৌষাঠ লাখ তাত
মোর দানে
॥
১৯
বিণি দান দিআঁ নাহিঁ গমনে।
বোলে দামোদর
সত্য বচনে
॥
২০
মাসাএ বন্দিআঁ বাসলীপাএ।
আনন্ত বড়ু
চণ্ডীদাস গাএ
॥
২১
(৬)
মালবরাগঃ
॥
একতালী
॥
দুরুবার কংস নরপতী।
এহা জাণী ছাড়হ
বিমতী
॥
যবেঁ তোরে মারিহে পরাণে
তবেঁ তোক রাখিব
কোণ জনে
॥
১
ছাড়হ আহ্মার থান।
আবিচারে
হারায়িবি পরাণ
॥
ধ্রু
হইএ আইহন গোআলী।
যবেঁ বল করে
বনমালী
॥
রাজা আগেঁ করিবো
গোহারী।
তবেঁ তোক লআঁ
যাবোঁ ধরী
॥
২
হআঁ কাহ্ন বড়ার পো।
ভালো কাম না
করসি তোঁ
॥
মতিমোষে মোকে কর
বল।
ভুজিবি তোঁ
লিখিত ফল
॥
৩
না শুণিলি পুরাণ কথা।
না জাণসি
ধরমবেবথা
॥
দান সাহ পরনারী
আশে।
গাইল বড়ু
চণ্ডীদাসে
॥
৪
(৭)
মালবরাগঃ
॥
যতিঃ
॥
দণ্ডকঃ
॥
নীল জলদ
সম কুন্তলভারা।
বেকত বিজুলি
শোভে চম্পকমালা
॥
১
শিশত শোভএ তোর কামসিন্দূর।
প্রভাত সমএ যেন
উয়ি গেল সূর
॥
২
ললাটে তিলক যেহ্ন নব শশিকলা।
কুণ্ডলমণ্ডিত
চারু শ্রবণযুগলা
॥
৩
নাসা তিলফুল তোর আতী আনুপামা।
গণ্ডস্থল শোভিত
কমলদল সমা
॥
৪
নয়নযুগল শোভে যেহেন খঞ্জনে।
ঈসত কটাক্ষে
মোহে মুনিমনে
॥
৫
বিম্বফল জিণী তোর আধরের কলা।
মাণিক জিণিআঁ
তোর দশন উজলা
॥
৬
কন্ঠ কম্বুসম কুচ কোকযুগলা।
বাহু মৃণাল কর
রাতা উতপলা
॥
৭
কনকচম্পক সম শোভে কলেবরা।
মাঝা দেখি সিংহ
গেলা পর্ব্বতকুহরা
॥
৮
নাভি গভীর তোর প্রেয়াগ উপামা।
উরুমুগ
রামকদলীতরুসমা
॥
৯
মন্থর গমনে যাসি ভাঁগিবার ডরে।
তা দেখিআঁ বনবাস
লৈল করীবরে
॥
১০
অমরপুরত নাহিঁ হএ হেন রামা।
বিধি কৈল জঙ্গমে
কনকপ্রতিমা
॥
১১
দেবাসুরেঁ মহোদধি মথিল তোহ্মারে।
গাইল বড়ু
চণ্ডীদাস বাসলীবরে
॥
১২
(৮)
আহেররাগঃ
॥
লঘুশেখরঃ
॥
জীবার
আন্তরে কাহ্নাঞিঁ হৈলা মাহাদানী।
দান ছাড়ী পরনারী
কিসক বাখানী
॥
সকল বেভার তোর
দেখি বিপরীতে।
কোণ গুরু শিখাইল
হেনক চরিতে
॥
১
ছারহ বিবুধি কাহ্নাঞিঁ সুণ মোর বোল।
দধি দুধ নঠ মোর
আর ঘৃত ঘোল
॥
ধ্রু
কালী তোর মুখে দিল যশোদাএঁ তনে।
আজি দানী হআঁ
মোরে মাঙ্গ মাহাদাণে
॥
হেন আলাগন কথা
শুণী কোণ রাজে।
তোহ্মার মুখত
কাহ্নাঞিঁ নাহিঁ কিছু লাজে
॥
২
এ বার বরিষ মোর তের নাইঁ পূরে।
এহা দেখি রসত মন
কর দূরে
॥
রুপস শরীর মোর
কিছু নাহিঁ কাজ।
কেতকী কুসুম যেন
ধুলীএঁ সাজ
॥
৩
গোআল জাতী আহ্মে জাই এ দধি বিকে।
কাজ বিণি
কাহ্নাঞিঁ রহাঅসি কিকে
॥
ঘুচাহ কচাল
কাহ্নাঞিঁ তেজ মোর আশে।
বাসলী শিরে
বন্দী গাইল চণ্ডীদাসে
॥
৪
(৯)
কোড়ারাগঃ
॥
একতালী
॥
হংস রএ সরোঅরে শুআহো পাঞ্জরে
কুয়িলী সে
নন্দনবনে।
একে একেঁ সখিজন
সহ্মাক বোলাইলোঁ
না পাইলোঁ
তোহ্মার বচনে
॥
১
বালি যাইবে ল আহ্মা উপেখিআঁ।
এড়িতেঁ না ফুরে
মন যৌবন দেখিআঁ
॥
ধ্রু
সোনার কটুআ দুটি মাণিকে পুরাআঁ।
নেত বসন তাত
ওহাড়ন দিআঁ
॥
আহ্মা ভাণ্ডী
লআঁ যাহ আমূল ভাণ্ডার।
কাঞ্চুলী ঘুচাআঁ
লৈবোঁ তাহার বিচার
॥
২
সংপুন পুনমীচাঁদ তোহ্মার বদন।
কাঞ্চ হলদি যেন
তোহ্মার বরণ
॥
আকাইলেক কেশ তোর
মুঠিএক মাঝা।
তোর রূপেঁ মোহো
গেলা ত্রিদশের রাজা
॥
৩
তোর মুখে দেখি রাধা খাণিএক হাস।
দেখোঁ দশনের
যুতী চন্দ্র পরকাশ
॥
ছাড়হ বিমতী রাধা
দেহ আলিঙ্গন।
গাইল বড়ু
চণ্ডীদাস বাসলীগণ
॥
৪
(১০)
মল্লাররাগঃ
॥
রূপকং
॥
লগনী
॥
আরে ভৈরবপতনে
গাঅ গড়াহলি গিআঁ।
গঙ্গাজলে পৈস
গলে কলসি বান্ধিআঁ
॥
হেন যদি কর
কাহ্নাঞিঁ আহ্মার বচনে।
তবেঁ তোর হএ পাপ
সাগর মোচনে
॥
১
বিচারিআঁ চাহ কাহ্নাঞিঁ আগম পুরাণে।
কত পাপ হএ কৈলেঁ
পরদার মনে
॥
ধ্রু
তোর দুই উরু রাধা ভৈরবপতনে।
নিকটে থাকিতেঁ
দূর জাইবোঁ কি কারণে
॥
তোর দুঈ
কুচকুম্ভ বান্ধি নিজ গলে।
বোল রাধা পৈসোঁ
মো লাবণ্যগঙ্গাজলে
॥
২
সুন সুবদনী রাধা আইহনের রাণী।
পাপের খণ্ডনবুধী
আহ্মে ভালে জাণী
॥
ধ্রু
কিছু না বুঝছি কাহ্নাঞিঁ ধরম বেবথা।
আন বুলিতেঁ আন
পাতসি কথা
॥
বুঝিল কাহ্নাঞিঁ
বুঝিল তোহ্মার মন।
তোহ্মা হেন
পৃথিবীতে নাহিঁক টেটন
॥
৩
বিরোধ না কর কাহ্নাঞিঁ জাইতেঁ দেহ ঘর।
বিহাণ আইলাহোঁ
ভৈল তিঅজ পহর
॥
ধ্রু
আহ্মার বচন রাধা সুন পরমান।
বিণি রতি পাইলেঁ
তোক না এড়িবে কাহ্ন
॥
এআ জাণী বৈশ
রাধা আহ্মার পাশে।
বাসলী শিরে
বন্দী গাইল চণ্ডীদাসে
॥
৪
আহ্মার পাশক রাধা আইস সত্বরে।
নহেত বান্ধিআঁ
থুইবোঁ দানের আন্তরে
॥
ধ্রু
(১১)
পাহাড়ীআরাগঃ
॥
রূপকং
॥
নিশম্য কৃষ্ণবচনং রাধিকাধিমতী
সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং॥
-----
পাখি জাতি নহোঁ বড়ায়ি ঊড়ী পড়ি
যাওঁ।
যথাঁ সে কাহ্নাঞিঁর মুখ দেখিতেঁ না পাওঁ
॥
হেন মনে করে বিষ খাআঁ মরি জাওঁ।
মেদনী বিদার দেঊ পসিআঁ লুকাওঁ
॥
১
সরূপেঁ মরিবোঁ তবেঁ শুণহ
বড়ায়ি।
পন্থে বল করে যবেঁ আবাল কাহ্নাঞিঁ
॥
ধ্রু
দধি খাএ ভাণ্ড ভাগেঁ
দুধে দেয়ি পাণী।
সমুন্ধ না মানে সে ভাগিনা মাঊলানী
॥
তিন লোক খাআঁ বোলে আহ্মার গোআলী।
জগজনে বোলে সে ভাগিনা বনমালী
॥
২
শিশু হেন দেখি কাহ্ন বড়
কাজ করে।
এড় এড় বুলিতেঁ আধিকেঁ করে ধরে॥
তার বোল বুলিতেঁ সব গাঅ বিষ জলে।
নান্দো যশোদার পোঅ পন্থে বল করে
॥
৩
আতিবড় দুরুজন বাটত কাহ্ন।
বার বরিষের মোকেঁ মাঁগে মাহাদান
॥
দাণ ঘাটের কাহ্ন এড়ু পতিআশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে
॥
৪
(১২)
পাহাড়ীআরাগঃ
॥
ক্রীড়া
॥
বিচিত্র খোঁপার উপরেঁ
রাধা
পুষ্প তোর শোভে
মাথে।
কণ্ণের কুণ্ডল
রতনে উজল
তোর মুখ
নিশানাথে॥
শিশের সিন্দুর
সুরেখ শোভে
আর দশনের যুতী॥
বন্ধুলী জিণিআঁ
তোহ্মার আধর
গিএ শোভে গজমতী
॥
১
রাধে দাণের কর সুসারে।
পালাইলেঁ দান এড়ান না
জাএ
পাইলে মুল আফারে
॥
ধ্রু
বারেঁ বারেঁ যাহা
দধি দুধ লআঁ
পালাইআঁ আন পথে।
দৈবযোগেঁ আসি
এবার রাধা
পড়িলা আহ্মার
হাথে
॥
একবারেঁ তোর সব দান
লৈবোঁ
আর খাইবোঁ দধী।
আহ্মে জগন্নাথ ত্রিদশ
ঈশর
তোহ্মে নাহিঁ জন
সুধী
॥
২
বাহু যুগ তোর
কনক মৃণাল
কুচ উলট কটোরে।
মুঠি এক মাঝা
গরুঅ জঘন
তাত বড় লোভ মোরে॥
উরুযুগ রাম
কদলী চরণ
থলকমল আকারে।
এক এক আঙ্গে
লক্ষ লক্ষ দান
উচিত হএ আহ্মারে
॥
৩
এহা দান দিআঁ
আপণ ইছাএ
চলহ মথূরা নগরে।
যবেঁ দান দিতে
না পারহ রাধা
শুন আহ্মার
উত্তরে
॥
ঈসত হাসিআঁ
পাসত বসিআঁ
পুরহ আহ্মার আশে।
বাসলীচরণ
শিরে বন্দীআঁ
গাইল বড়ু
চণ্ডীদাসে
॥
৪
(১৩)
রামগিরীরাগঃ
॥
রূপকং
॥
সাসু নিষধিল মোরে
বালী ল বহু
দধি বিকে
না জাইহ কালী।
উ বেলি
না জাইহ মথুরার হাটে ল।
ভাণ্ড
ভাঁগিব তোর কাহ্নে।
আল
দধি খাইব
তোর আনে।
আল
রাজভাগিনা বল করিব তোরে বাটে
॥
১
আল
মোরে তেজ
বনমালী।
সাসু
দুরুবার ঘরে পাড়িব গালী
॥
ধ্রু
মোএঁ আইহন বীরের গোআলী।
আল
বল না কর
বনমালী।
কংসে
সুধি পাইলেঁ হইবেঁ তোহ্মে আপোষে।
মোএঁ
কান্দিআঁ সাসু জাণায়িবোঁ।
তোর
কাহ্নাঞিঁ নাম পেলাইবোঁ।
পাছেঁ
বুলিবেঁ আবালী রাধার দোষে
॥
২
কাল হাণ্ডির ভাত না খাওঁ।
কালিনী
রাতি মোঁ প্রদীপ জালিআঁ পোহাওঁ।
কাল
গাইর ক্ষীর নাহিঁ খাওঁ।
কাল
কাজল নয়নে না লওঁ।
কাল
কাহ্নাঞিঁ তোক বড় ডড়াওঁ
॥
৩
আঠ চারি বরিষের বালা।
তোর মাথে
শোভে ঘোড়া চুলা।
এহা
বুঝী তেজহ কাহ্নাঞিঁ আহ্মার পাশে।
তেজ মিছা
মাহাদানে।
ঘর যাহা
নিজ মানে।
বাসলী
বন্দিআঁ গাইল বড়ু চণ্ডীদাসে
॥
৪
(১৪)
রামগিরীরাগঃ
॥
রূপকং
॥
কাল আখরেঁ তীন ভুবন বিচার।
কাল
মেঘের জলে জীএ সংসার॥
কাল গাইর
ক্ষীর লাগে বড় কাজে।
কাল রতনে
হার শোভে দেবরাজে
॥
১
আকারণে আল রাধা নিন্দসি কৃষ্ণ
কালা।
সর্ববাঙ্গে সুন্দর নান্দো যশোদার বালা
॥
ধ্রু
কাল চিকুর শোভে মাথার উপরে।
কাল
ভুরুহী শোভে বদনকমলে
॥
কাল
ভ্রমরে কমলবন শোহে।
কাল
কাজনে নারী জগজন মোহে
॥
২
কাল নাঞ্ছন কোলে ধরে শশধরে।
কাল
আলকপাঁতী শোভএ কপোলে॥
কাল উতপল
নয়নে শোভসি গোআলী।
কাল
সুন্দর দেহেঁ শোভে বনমালী
॥
৩
কাল মেঘের পাশে শোভে পুনমির
চন্দ।
এহা বুঝী
না কর রাধা তোঁ মন মন্দ॥
কাল
কাহ্নের এবেঁ ধরহ বচন।
গাইল বড়ু
চণ্ডীদাস বাসলীগণ
॥
৪
(১৫)
দেশাগরাগঃ
॥
লঘুশেখরঃ
॥
কাল কাহ্নাঞিঁ তোহ্মে আহ্মা না
উপেখ।
কামে
আন্ধল হআঁ বাট নাহিঁ দেখ
॥
কাল শরীর
কাহ্নাঞিঁ কাল তোর মন।
দানছলেঁ
বাট পাড় সর্ব্বখন
॥
১
আবুধ ছাওয়াল কাহ্নাঞিঁ মাঙ্গসি
দান।
আইহন
জানাআঁ তোর লইবোঁ পরাণ
॥
ধ্রু
কাঞ্চুলী ভাঁগসি মোর ছিণ্ডসি
হার।
মিছাই
লোড়সি কাহ্নাঞিঁ আহ্মার পসার॥
দধি দুধ
ঘৃত খাইলি ভাঁগিলি ভাণ্ড।
গোআলকুলে
কি তোহ্মে উপজিল সাণ্ড
॥
২
ঘৃত দধি দুধ ঘোল ছাড়াআঁ মোর।
বিমুখ
হয়িআঁ খলখলি হাস তোর।
তভোঁহোঁ
নিলজ কাহ্নাঞিঁ মাঙ্গসি দাণ।
তোর মোর
হৈবে কাহ্নাঞিঁ বড়ায়ি বাখান
॥
৩
আপণা চিহ্নিআঁ কাহ্নাঞিঁ জাহা
নিজ ঘর।
মিছাই
সাধহ দাণ হআঁ আছিদর
॥
পন্থ ছাড়
কাহ্নাঞিঁ তেজ রতি আশে।
বাসলী
শিরে বন্দী গাইল চণ্ডীদাসে
॥
৪
(১৬)
দেশাগরাগঃ
॥
লগনী
॥
ক্রীড়া
॥
আতি রুপসী পদুমিনী
জাতী
দেখি থীর নহে মনে।
তোর বিরহে চিত্ত
বেআকুল
মোএঁ না জীবোঁ
কেনমনে
॥
১
হেনক বচন না বোল
কাহ্নাঞিঁ
তোর বাপে নাহিঁ
লাজ।
সোদর মাঊলানীত ভোলে পড়িলাহা
দেখিআঁ রুপস কাজ
॥
মদনবাণে চিত্ত
বেআকুল
কিবা ঘোসসি মামী
মামী।
মিছা কাজে মোকে ভাণ্ডিতেঁ
চাহ
সকলে জাণিএ
আহ্মী
॥
৩
ছাওআল কাহ্নাঞিঁ বোল না
বুঝসি
বুঝিল তোহ্মার
মতী।
মো জে গোআলিনী আবালী রাধা
না জাণো রঙ্গ
সুরতী
॥
৪
আহ্মে সে কাহ্নাঞিঁ গোআল
নাগর
তোহ্মার বার
বরিষে।
নহুলী যৌবন আতি
শুশোভন
সুরতি দেহ হরিষে
॥
৫
প্রথম যৌবন মুদিত
ভাণ্ডার
তাত না সম্বাএ চুরী।
আহ্মার যৌবন কাল
ভুজঙ্গম
ছুইলেঁ খাইলেঁ মরী
॥
৬
আহ্মে সে কাহ্নাঞিঁ তোহ্মে
চন্দ্রাবলী
মরণে তোহ্মা না ছাড়ী।
তোহ্মার যৌবন কাল
ভুজঙ্গম
আহ্মেহো ভাল গারূড়ী
॥
৭
নাগর কাহ্নাঞিঁ মোকে
বিগুতে
আশেষ নেআঅ জুড়ী।
কোণ বিবুধিএ এহা হেন
পথে
আনিলে দারূণী বুঢ়ী
॥
৮
নাগর দেখিআঁ দেহ
আলিঙ্গন
কিকে কর আভিরোষে।
আহ্মার করমে তোহ্মাক
আণিলে
বড়ায়ির কমণ দোষে
॥
৯
তপত দুধ নালে না
পীএ
জুড়ায়িলেঁ সোআদ তাএ।
নহুলী যৌবন কাঁচ
শিরিফল
তাহাক কহো নাহিঁ খাএ
॥
১০
যাত খিধা বসে নাগরি
রাধা
কিবা তার কাঁচ পাকাএ।
যেমনে পাএ তেমনে খাএ
যা নাহিঁ খিধা পালাএ
॥
১১
দীঠি দীঠি চাহি বোলোঁ
মো কাহ্নাঞিঁ
আহ্মাক এড়িতেঁ জুআএ।
সমুখ দীঠে পড়িলে
বনত
ভুখিল বাঘ না খাএ
॥
১২
আহ্মার বচনে সুন্দরি
রাধা
মনেত কর হরিষে।
বাসলীচরণ শিরে
বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে
॥
১৩
(১৭)
কোড়ারাগঃ
॥
একতালী
॥
বেদ উদ্ধারিলোঁ
ক্রীড়া সাগরজলে
নীলাএ আহ্মে মুরারী।
দৈত্য দলিলোঁ আসুর
সংহারিলো
শঙ্খ চক্র গদা ধরী
॥
১
নটক কাহ্নাঞিঁ কপট
মতী
কত না পাতসী মায়া।
তোহ্মার পরাণে বেদ
উদ্ধারিল
সপত পাতাল গিআ
॥
২
রামরূপেঁ রাবণ
বধিলোঁ
লঙ্কা কইলোঁ ছারখার।
লক্ষণ সহাএঁ
সাধিলোঁ মান
সীতার কইলোঁ উদ্ধার
॥
৩
আকাশপ্রমাণ লঙ্কার
গড়
তোহ্মার পরাণে তথাঁ জাই।
গরু রাখোআল গোঠে
থাকহ
মিছা বোলহ দুঈ ভাই
॥
৪
আহ্মে যে কৃষ্ণ হরি
বনমালী
কৌতুকেঁ রাখিলোঁ গাই।
মিছা না বোলোঁ আপণ
বলেঁ
দান সাধোঁ দুঈ ভাই
॥
৫
আছিদর কাহ্নাঞিঁ বোল না
বুঝসি
মুখত বজর বসে।
শুণিলেঁ কংস
মরিআঁ জাইবি
আপন করমদোষে
॥
৬
বরাহ রূপেঁ
দান্তের আগে
তোলী ধিরলোঁ মহী।
নরসিংহ রূপেঁ
হিরণ্য বিদারিলোঁ
তোহ্মে না জাণহ রাহী
॥
৭
বুঝিল কাহ্নাঞিঁ
তোহ্মার বিরত
মিছা না করহ দাপে।
আছুক তোহোর কথা হেন করিতেঁ
নারে তোর বাপে
॥
৮
অবুধ গোআলিনী বোল না
বুঝসি
মোর না জাণসি কূল।
ক্ষত্রিয় কুলে
জরম আহ্মার
বীর পিতা শ্রীবসুল
॥
৯
না কর জঞ্জাল যাওঁ
মথুরা
ছাড়হ আহ্মার আশে।
বাসলীচরণ শিরে
বন্দীআঁ
গাইল বড়ু চণ্ডীদাসে
॥
১০
(১৮)
গুজ্জরীরাগঃ॥রূপকং॥
তোর
রূপ দেখি গদাধর।
মদনে বেধিল আন্তর॥
তোর বস ভৈল বনমালী
বিমতি ছাড়হ চন্দ্রাবলী
॥১
কেহ্নে দুখ ভাবহ মনে।
দেহ মোরে সরস বচনে
॥ধ্রু
এ তোর উন্নত যৌবনে।
নিফল কর অকারণে॥
থিরমতী বুঝহ আপণে।
অনুচিত না বোল বচনে
॥২
তভোঁ নাহিঁ তেজোঁ তোহ্মারে।
যদি জাএ জীবন আহ্মারে॥
তোহ্মাত মজিল মোর মণে।
নিবারিব কাহার পরাণে॥৩
আঁচলে ধরিলোঁ রতি আশে॥
কেহ্নে মোর কর নিরাসে॥
মনসুখেঁ বৈশ মোর পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে॥৪
-----
কৃষ্ণস্য বচনং
শ্রুত্বা রাধিকাধিমতী সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং॥
-----
(১৯)
কোড়াদেশাগরাগঃ
॥
একতালী
॥
বোলেঁ প্রবোধিতেঁ সুন বড়ায়ি ল
বড় নটক কাহ্নাঞিঁ।
ঘরক জাইতেঁ মোর সুন বড়ায়ি ল
কিছু উপায় নাহিঁ
॥১
কাহ্নাঞিঁ বড় দুরুবার সুন বড়ায়ি ল
তোহ্মে কর প্রতিকার
॥ধ্রু
কাহ্নাঞিঁর হাথে পড়ী সুন বড়ায়ি ল
মোএঁ হারায়িলোঁ বুধী।
উদ্ধার পাইএ যেন সুন বড়ায়ি ল
তোহ্মে চিন্ত সেহী শুধী
॥২
না জাণাইহ কাহ্নাঞিঁকে সুন বড়ায়ি ল
তবেঁ নহে মোর ডর।
সুণিলেঁ সে আস পাইব সুন বড়ায়ি ল
কাহ্ন বড় আছিদর
॥৩
যুগতী করিউ এবেঁ সুন বড়ায়ি ল
তোর মোর একমনে
গাইল বড়ু চণ্ডীদাস সুন বড়ায়ি ল
বাসলীগণে
॥৪
(২০)
পাহাড়ীআরাগঃ
॥
একতালী
॥
লগনী॥
না
জাইব আল রাধা মথুরা নগর।
বাটে দুরুবার কাহ্নাঞিঁ নান্দের সুন্দর
॥১
নিছন লইআঁ কাহ্নাঞিঁ থাকু এক বাটে।
আন পথে যাইব বিকে মথুরার হাটে
॥২
যে বাটে যাইবি হাত দধি ঘৃত লআঁ।
সবই কাহ্নাঞিঁ তোর খাইব তথা গিআঁ
॥৩
সেহো পথে যবেঁ কাহ্নাঞিঁ করে মোরে বল।
তোর মোর মেলিআঁ করিব তার ফল
॥৪
দধি দুধ খাইবেক ভাঁগিবেক ভাণ্ড ১৩।
হৃদের কাঞ্চুলী তোর করিবে খণ্ড খণ্ড
॥৫
কাহ্নাঞিঁ দেখিআঁ বড়ায়ি তোকে লাগে ডর।
মাগুকিলে মারোঁ আজি যবেঁ করে বল
॥৬
এথাঁসি সুন্দরি রাধা কর কাঠদাপ।
তথাঁ গেলেঁ হইবি যেহ্ন বাদিআর সাপ
॥৭
তোহ্মার বচনে বড়ায়ি মোতে ভৈল ভএ।
কি বুধি করিব এবেঁ বোলহ উপাএ
॥৮
দারুণ কাহ্নাঞিঁ দুরিত তার মন।
চল রাধা পথ এড়ি যাইউ বনে বন
॥৯
বনে যাইতেঁ বড়ায়ি কাহ্নাঞিঁ যবেঁ পাএ।
তবেঁ না করিব বড়ায়ি কমণ উপাএ
॥১০
দারুণ কাহ্নাঞিঁ যবেঁ লাগ পাএ বনে।
অপণেহি তবেঁ রাধা দিবোঁ মাহাদাণে
॥১১
নটক কাহ্নাঞিঁ যবেঁ নাহিঁ লএ দাণে।
তবে কি করিব বড়ায়ি চিন্তহ আপণে
॥১২
যে বুধি এড়ায়িএ রাধা সে বুধি করিব।
ঘরে গেলেঁ ভাল মন্দ কিছু না কহিব
॥১৩
যতনে চিন্তিহ বড়ায়ি কিছু পরকার।
যেমতেঁ
আহ্মার হএ এবার উদ্ধার
॥১৪
বিণি রতি পাইলেঁ কাহ্নাঞিঁ না এড়িব তোরে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে
॥১৫
(২১)
দেশবরাড়ীরাগঃ
॥
একতালী॥
অবুধ
গোআলী না বুঝ মতিমোহে।
বিরহে বেআকুল কাহ্নাঞিঁ বেড়াএ বিছোহে॥
তোহ্মাত লাগিআঁ কাকুতি করে কাহ্ন।
তোহ্মার অন্তরে পথে সাধোঁ মাহাদান॥১
তোহ্মার আনুমতীএঁ মাণিকে হিরা বিন্ধে।
বিরহে বিকল কাহ্নাঞিঁ কাপড় না পিন্ধে
॥ধ্রু
তোহ্মাক চিন্তিআঁ কাহ্নাঞিঁ ভাত নাহি খাএ।
চারি পহর রাতি নিদ্রাহো না জাএ॥
আইস বোলোঁ গোআলিনী সুণ মোর বোল।
জিআঅ কাহ্নাঞিঁ রাধা দিআঁ চুম কোল
॥২
কণ্ণের কুণ্ডল তোর মাণিক ঊজলে।
সিসের সিন্দুর ভুজবলএ উজলে॥
সফল করহ দেহা দেহ আনুমতী।
কথাঁ না দেখিলী রাধা নারী হএ সতী
॥৩
কাহ্নাঞিঁর নেহা রাধা বড় পুনে পাইএ।
মইলেঁ মুকুতি কিবা সুরপুর জাইএ॥
এবোঁহো সুন্দরি রাধা পুর মোর আশ।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস
॥৪
(২২)
পাহাড়ীআরাগঃ
॥
ক্রীড়া
॥
কৃষ্ণস্য
বচনং শ্রুত্বা রাধিকাধিমতী সতী।
বেপমানতনুস্তন্বী জগাদ জরতীমিদং॥
তোহ্মে যবেঁ বোল
বড়ায়ি হেন সতন্তরে।
আহ্মার নিস্তার তবেঁ নাহিঁক দুতরে॥
সুণিলেঁ আইহন মোরে করিব আপোষ॥
তোহ্মে এক ভিতে হৈবেঁ আহ্মা লআঁ দোষ
॥১
এবেঁসি জানিলোঁ তোর ভাল নহে মনে॥
যবেঁ কাঢ়ায়িলি বাট দুসহ আরণে
॥ধ্রু
তোহ্মে বড়ায়ি বোলে চালে হআঁ যাবি পার।
আহ্মে ত করিব তথাঁ কৌণ পরকার॥
বল করি ছিণ্ডিবেক সাতেসরী হার।
দেখিআঁ বা কি বুলিব ঘরের গোআল
॥২
আকারণে এহা পথে আণায়িলী মোরে।
মিছেঁ ছাচেঁ কাহ্নাঞিঁ ভাণ্ডাআঁ যাই ঘরে॥
এবার ভাণ্ডাআঁ যবেঁ কাহ্নাঞিঁক জাইএ।
আর বার তবেঁ বড়ায়ি মথুরা না জাইএ
॥৩
তোঁ হেন বড়ায়ি ছিতে মোর হএ ডরে।
এ
পুণি তোহ্মার লাজ বুঝাহ অন্তরে॥
এহা জানি যেহি যোগ্য সেহি থীর কর।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর
॥৪
-----
মদীয়মানসোল্লাসি
সাধূক্তং রাধিকে ত্বয়া।
অথ স্মরশুচঃ পাহি দুঃস্বনং সর্ব্ব বর্ণনা॥
-----
(২৩)
কেদাররাগঃ
॥
রূপকং
॥
বনে বনে পালাইআঁ
রাধা যবেঁ জাএ।
আগুছিআঁ বাটে তবেঁ কাহ্নাঞিঁ রহাএ॥
তাক দেখি বড়ায়ি পালটি অথবেথে।
অতিবড় ঠেণ্ঠালি রহিলী মূল পথে
॥১
একসরী রাধা দেখি কাহ্নাঞিঁ মনে গুণে।
পালিল বড়ায়ি মোর পূর্ব্ববচনে
॥ধ্রু
বড়ায়ি বড়ায়ি বুলি অঝর নয়নে।
কান্দএ একসরী রাধা মাঝ বনে॥
লোহ মুছিআঁ কাহ্ন আপনে বসনে।
না করিহ ভয় রাধা বুলিল বচনে
॥২
এবেঁ দেখ মোর মুখ তুলী দুয়ি আখী।
এহা ঘোর বনে রাধা কেহো নাহিঁ সাখী॥
তোহ্মার আহ্মার রাধা প্রথম যৌবন।
সুরত সংভোগে করী সফল জীবন
॥৩
দূর করোঁ তোর হার ঘন পীন তনে।
আঅর সন্দেশ লওঁ বাহুর কঙ্কনে॥
এবেঁ রসমনে রাধা কর পরিহাস।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস॥৪
(২৪)
মালবরাগঃ
॥
রূপকং
॥
যবেঁ জাওঁ আল
কাহ্নাঞিঁ মথুরার হাটে।
আহ্মাক নেহালী তোহ্মে যাহা বাটে বাটে॥
তবেঁসি জাণিল আহ্মে দৈবের ঘটন।
আহ্মা না ছাড়িব কভোঁ নান্দর নন্দন
॥১
সুন্দর কাহ্নাঞিঁ তবেঁ যাওঁ তোর কোল।
কভোঁ না লঙ্ঘিভেঁ যবেঁ আহ্মার বোল
॥ধ্রু
মাথার মুকুট কাহ্নাঞিঁ ভাঁগি জুণি জাএ।
যোড় হাথ করি কাহ্ন বোলোঁ তোর পাএ।
ছিণ্ডি জুণি জাএ কাহ্নাঞিঁ সাতেসরী হারে।
আর নঠ না করিহ সব আলঙ্কারে
॥২
আতিশয় না চাপিহ আধর দাতেঁ।
সখি সব দেখিআঁ বুলিব দন্তঘাতে॥
নখঘাত না দিহ মোর পয়োভারে।
আইহন দেখিলেঁ মোর নাহিঁক নিস্তারে
॥৩
কোঁঅলী পাতলী বালী আহ্মে চন্দ্রাবলী।
ভএ কাম্পো যেহ্ন নব কদলীর বালী॥
আলিঙ্গন দিহ মোরে দয়া ধরী মনে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে
॥৪
-----
রাধিকানুমতিমাপ্য মাধবঃ সম্বরারিশরদূনমানসঃ।
অদ্ভুতক্রমমুদারবিক্রমো বল্গুমেবমকরোদ্রিপুক্রমং॥
-----
(২৫)
গুজ্জরীরাগঃ
॥
রূপকং
॥
আতী বুঢ়ী না
দেখোঁ নয়নে॥
জায়িতেঁ নারোঁ ত্বরিত গমনে॥
পথ হারাইলোঁ বৃন্দাবনে।
তোহ্মাক তেজিলোঁ তেকারণে
॥১
তোহ্মে মোরেঁ না করিহ রোষে।
একসরী ভৈলোঁ দৈব দোষে
॥ধ্রু
তোহ্মে গেলা আহ্মার আগে।
দৈবযোগে কাহ্ন পায়িল লাগে॥
তোহ্মে দুখ না ভাবিহ মনে।
আপণা রাখিএ আপণে
॥২
হের তোর চুম্বওঁ বদনে।
তোহ্মে মোর দুয়জ পরাণে॥
তোক পাআঁ জীলোঁ একবারে।
বিধি মোর করিল নিস্তারে
॥৩
না দেখিআঁ তোর আভরণে।
যদি মোরেঁ পুছে আইহনে॥
তবেঁ কি বুলিব তার পাশে॥
গাইল বড়ু চণ্ডীদাসে
॥৪
(২৬)
দেশাগরাগঃ
॥
রূপকং
॥
যমুনার তীরে
কদমের তলে
কাঞ্চুলী ভিজিআঁ গেল ঘামে।
হংসে যেহ্ন সরোবর বিগুতিল বড়ায়ি ল
তেহ্ন রাধা বিগুতিলে কাহ্নে
॥১
বুলিহ বিলিহ বড়ায়ি আইহনের ঘরে।
কাহ্নাঞিঁ রহাইল দানের ছলে
॥ধ্রু
হার কেয়ূর আর যত আভরণ সব
নিলে কাহ্নাঞিঁ মোর বলে।
যতেক যতেক তার আছিল মনের সন্তাপ
সুঝায়িল নিকুঞ্জতলে
॥২
বাহু মোর মোড়িআঁ বলয় সব ভাঁগিলেক
ভাঁগিলেক তনের আঞ্চলে।
শুন পান্তরে কাহ্নাঞিঁ লাগ পাইল।
বলেঁ নিআঁ করিলেক কোলে
॥৩
অনেক প্রকারেঁ কাকুতী করিল
না দিলোঁ সুরতীর আশে।
এহি তত্ত্ব বুইলোঁ এবেঁ জাই নিজ ঘর
গাইল বড়ু চণ্ডীদাসে
॥৪