শ্রীকৃষ্ণকীর্তন
জন্মখণ্ড তাম্বুলখণ্ড দানখণ্ড নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবনখণ্ড কালিয়দমনখণ্ড যমুনাখণ্ড বাণখণ্ড বংশীখণ্ড রাধাবিরহ খণ্ড  


ছত্রখণ্ড (ভার খণ্ডের অন্তর্গত)

           (১)
মল্লাররাগঃ
রূপকং

উচিত বচন শুন মুরারী
ভার বহিলেঁ নেহ মজুরী
আন কাম আহ্মে করিতেঁ নারী
এবার থাকহ মন নেবারী
বিবুধি তেজহ সুন্দর কাহ্ন

বারেক রাখহ মোর সমান ধ্রু
দেখ সখি সব আহ্মার জাএ

সবেঁ কহিব আইহনের মাএ
তবে করিবোঁ মো কমণ উপাএ
তেসিঁ ঝাঁট ঘর জাইতেঁ জুআএ
কপট না বোলোঁ তোহ্মার থানে

আপণে গুণিআঁ দেখহ মনে
যেহেন সম্ভেদ হএ যখনে
তার যোগ কাম করী তখনে
এড় দামোদর জাওঁ মো ঘরে

আন্তর হালএ সামীর ডরে
এখনে আরতী ফল না ধরে
গাইল চণ্ডীদাস বাসলীবরে

            (২)
দেশাগরাগঃ
একতালী

রাধিকায়া বচঃ শ্রুত্বা জরত্যা প্রতিপাদিতং
জগাদ চতুরঃ কৃষ্ণঃ সতৃষ্ণো রাধিকামিদং

লাবণ্য জল তোর সিহাল কুন্তল
বদন কমল শোভে আলক ভষল
নেত্র ঊতপল তোর নাসা ণাল দণ্ড
গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড
সুন্দরি রাধা ল সরোবরময়ী

দুসহ বিরহজলে জরিলা কাহ্নাঞিঁ ধ্রু
হাস কুমুদ তোর দশন কেশর

ফুণ্টিল বন্ধুলী ফুল বেকত আধার
বাহু তোর মৃণাল কর রাতা উতপল
অপুরুব কুচ চক্রবাক যুগল
ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে

কনকরচিত তোর ত্রিবল সোপানে
গরুঅ নিতম্ব পাট শিলা বিদ্যমানে
আরপিল হেম পাট শোভের জঘনে
গরুঅ উরু নাল পদ হেম কমল

তাত সুললিত রএ নূপুর ভষল
তোহ্মা ছাড়ী নাহিঁ জরহরণ উপাএ
বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ

            (৩)
ধানুষীরাগঃ
লঘুশেখরঃ

কৃষ্ণস্য বচনং শ্রুত্বা রাধা সরসমানসা
জগাদ জরতীমেব নিজাভিমতমাদরাৎ

অনেক  যতন করে মোরে চক্রপাণী
কত না বুলিবোঁ তারে পরিহারবাণী
আপণ মাথার ছত্র ধরু মোর মাথে
তবেঁ মো শৃঙ্গার বড়ায়ি দিবোঁ জগন্নাথে
আপনে বোলহ বড়ায়ি দেব গদাধরে

ছত্র ধরিলেঁ বোল ধরিবোঁ তাহারে ধ্রু
ঘৃত দধি দুধ বড়ায়ি সাজিআঁ পসার

দধি বিকণী লআঁ হাটে মথুরার
দুই পহর হৈল নগর বিশালে
পরাণ বিকল হএ রবিকরজালে
বড়য়ী কোঁঅলী মোএঁ রৌদ্র পরবলে

তেকারণে দেহ মোর ঘামে তোলবলে
আন্তর পোড়এ মোর আর সব গাএ
সত্যেঁ বড়ায়ি চলিতেঁ নারোঁ এখো পাএ
ভালমতেঁ বুঝাইআঁ আহ্মার বচনে

বোলহ বড়ায়ি তোহ্মে শ্রীমধুসূদনে
ছত্রি ধরি আইসু কাহ্নাঞিঁ দিবোঁ আলিঙ্গণে
গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে