বিষয়: দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান
শিরোনাম: অখিল ব্রহ্মাণ্ডপতি, প্রণমি চরণে তব

                        মিশ্র ঝিঁঝিট।ঝাঁপতাল
                অখিল ব্রহ্মাণ্ডপতি, প্রণমি চরণে তব,
                    প্রেম-ভক্তি ভরে শরণ লাগি।
দুর্মতি দূর করি শুভ মতি দাও হে, এইবর-দান ভগবান, মাগি॥
ঘোর নিষ্ঠুর রিপু অন্তরে বাহিরে, ভীত অতি আমি এ অন্ধকারে;
দীন-বৎসল তুমি,ধার'নিজ সেবকে, তব অভয়মূরতি ভয় নিবারে॥
বিষয়-মোহার্ণবে মগন হয়ে ডাকি হে, দীনহীনে প্রভু রাখো রাখো;
তব কৃপা যে লভে, কি ভয় ভব-সঙ্কটে, কাটি যাবে বিপদ লাখো লাখো॥