ভাষাংশ
বেদব্যাস বিরচিত
কালীপ্রসন্ন সিংহ অনূদিত
মহাভারত
অনুসরণ : তুলি-কলম। জ্যৈষ্ঠ, ১৩৯৪। জুন, ১৯৮৭।
পমৌসলপর্ব্ব
প্রথম অধ্যায়
দ্বিতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায়।
চতুর্থ অধ্যায়।
অর্জ্জুননিকটে কৃষ্ণের যাদবধ্বংসসংবাদ-প্রেরণ। পুরনারীরক্ষার্থ কৃষ্ণের ব্যবস্থা। বলদেবের অন্তর্দ্ধান। ব্যাধবাণে আহত কৃষ্ণের অন্তর্দ্ধান
।
পঞ্চম অধ্যায়। অর্জ্জুনের আগমন–দ্বারকা দুর্দ্দশাদর্শনে বিলাপ। যাদবগণের দুর্দ্দশাদর্শনে অর্জ্জুনের বিলাপ
।
ষষ্ঠ অধ্যায়। যদুবংশধ্বংসে বসুদেবের বিলাপ
সপ্তম অধ্যায়। অর্জ্জুনকর্ত্তৃক যাদব-নরনারীরক্ষা-ব্যবস্থা। বসুদেবের মৃত্যু–দেবকী প্রভৃতির সহমরণ। বসুদেব ও রামকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া। যাদবনারীগণসহ অর্জ্জুনের হস্তিনাযাত্রা। সমুদ্রের দ্বারকাপুরীগ্রাস। দস্যুগণকর্ত্তৃক দ্বারকারমণী-আক্রমণ। রমণীগণের উদ্ধারে অর্জ্জুনের অসামর্থ্। বজ্রের হস্তে ইন্দ্রপ্রস্থের রাজ্যভার-অর্পণ