এস মা
কাজী নজরুল ইসলামের রচিত শ্যামা বিষয়ক গীতি-আলেখ্য (শ্যামা-সঙ্গীত বৈচিত্র্য) । কলকাতা বেতারকেন্দ্র থেকে এই গীতি-আলেখ্যটি তিনাবার প্রচারিত হয়েছিল।  

প্রথম প্রচার
১৯৪০ খ্রিষ্টাব্দের ২৪ জুলাই প্রথম প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্য সম্পর্কে বেতার জগতের ১১শ বর্ষ ১৪শ সংখ্যায় [পৃষ্ঠা ৭৬৮] এবং The Indian Listener [Vol, V No 14  page 1081] -তে প্রকাশিত তথ্যানুসারে, এই গীতি আলেখ্য সম্পর্কে যা জানা যায়, তা হলো-
সম্প্রচারিত অনুষ্ঠান: এস মা (শ্যামা-সঙ্গীত বৈচিত্র্য)
বেতার: কলকাতা-ক। চতুর্থ অধিবেশন। সান্ধ্য অধিবেশন
সম্প্রচারের তারিখ: ২৪ জুলাই ১৯৪০ (বুধবার ৮ শ্রাবণ ১৩৪৭)।
প্রচার সময়: ৮-৮.৩৯।
রচনা ও সংগঠন: কাজী নজরুল ইসলাম
ধারাবর্ণনা: প্রশান্ত মিত্র
যন্ত্রানুষঙ্গ:
যন্ত্রীসংঘ
শিল্পী: শৈলদেবী, ইলা ঘোষ এবং চিত্তরঞ্জন রায়।

এই অনুষ্ঠানে গীতি আলেখ্যে নজরুলের রচিত ৫টি শ্যামাসঙ্গীত ব্যবহার করা হয়েছিল।

  • আয় মা চঞ্চলা মুক্তকেশী শ্যামা কালী [তথ্য]
  • নিশি কাজল শ্যামা [তথ্য]
  • ভিখারিণী করে পাঠাইলে মোরে [তথ্য]
  • মাকে আমার দেখেছে যে [তথ্য]
  • মাগো আমি আর কি ভুলি [তথ্য]
দ্বিতীয় প্রচার
তৃতীয় প্রচার
  • ২৫ সেপ্টেম্বর ১৯৪১ (বৃহস্পতিবার ৯ আশ্বিন। ১৩৪৮)।
    বেতার:
    কলকাতা -ক। তৃতীয় অধিবেশন। প্রচার সময়: রাত ৭.৫৫-৮.৯।
    রচনা:
    কাজী নজরুল ইসলাম
    ধারাবর্ণনা: অনীল দাস
    যন্ত্রানুসঙ্গ:
    যন্ত্রীসংঘ
    শিল্পী: শৈলদেবী, ইলা ঘোষ এবং চিত্তরঞ্জন রায়।
            [সূত্র: The Indian Listener.  1941. Vol-VI-18. page 71]