মেল-মেলন
নজরুল ইসলামের রচিত একটি গীতি-আলেখ্য। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৮শে ডিসেম্বর (বৃহস্পতিবার ১২ পৌষ ১৩৪৬),  সন্ধ্যা ৭.২০টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে এই গীতি-আলেখ্যটি প্রচারিত হয়েছিল। বেতার জগৎ-এর  ১০ম বর্ষ ২৪শ সংখ্যা [১৬ ডিসেম্বর ১‌৯৩৯ (শনিবার ১৪ পৌষ ১৩৪৬) সংখ্যায় 'আমাদের কথা' বিভাগে [পৃষ্ঠা: ৯৩৩]এই অনুষ্ঠান সম্পর্কে লেখা হয়েছিল-
'..."মেল-মেলন" রাগ-রাগিণী ঠাটের মেল সম্পর্কিত একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের গানগুলি কবি নজরুল ইসলামের রচনা। কবি নজরুল তার গীত রচনায় অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন এই গানগুলির মধ্যে। বাংলা ভাষায় সঙ্গীতে রাগ-রাগিণীর লক্ষণ-গীত বোধ হয় এই প্রথম এবং সমগ্র ভারতের সঙ্গীতের ইতিহাসে এগুলির মূল্য অসামান্য। হিন্দুস্থানে যেসব লক্ষণ-গীত আছে সেগুলির মধ্যে কবিত্ব বলে কোনও বস্তু নেই- আছে কেবল রাগ-রাগিণীর পরিচয় মাত্র, নিতান্ত নিরস ভাষায় ও অসুন্দর ভঙ্গীতে। কবি নজরুল ইসলামের লক্ষণ-গীতগুলি এ সংখ্যার বেতার জগতে অন্যত্র মুদ্রিত হল। "মেল-মেলন' অনুষ্ঠিত হবে ২৮শে ডিসেম্বর সান্ধ্য অনুষ্ঠানে।'

বেতার জগৎ-এর এই সংখ্যার ৯৪২ পৃষ্ঠায় 'মেল-মেলন'-এর গান ও ঠাট পরিচয় মুদ্রিত হয়েছিল।      
         [বেতার জগৎ-এর নমুনা পত্র]

The Indian Listener পত্রিকায় এ বিষয়ক তথ্য ছিল-
The Indian Listener 7.20  Mela Milon
A musical sketch consisting of six melodies arranged according to the natural sequence in which they should be grouped in consideration of the peculiar notes used in them,

Presented by Robin Das (Bulu); Ramen Das (Nantu); Madhuri Bannarjee (Bulki); Uma Dutt, Gouri Dutt; Rama Das (Lupu)

[The Indian Listener Vol. IV. No 24, 7 December 1939. Page 1731]

মেল-মেলন-এর ঠাটের উপর রচিত ৬টি রাগের গানের তালিকা
১. হে নট-ভৈরবী আশাবরি [তথ্য]
২. প্রদীপ কি জ্বলিল আবার [তথ্য]
৩. কার অনুরাগে শ্রীমুখ উজ্জ্বল [তথ্য]
৪. শঙ্কর রূপে শ্যামল আওল [তথ্য]
৫. নিত্য শুদ্ধ কল্যাণ রূপে আছো তুমি
[তথ্য]
৬. মরালী গমনশ্রী মদ অলস চরণে [তথ্য]
বেতার জগতের ৯৮৩ পৃষ্ঠায় মুদ্রতি সূচীতে- মেল-মেলনের পরিচয়

প্রচার সময়: সান্ধ্য অনুষ্ঠান। ৭.২০-৮.০৪
অনুষ্ঠানের নাম: মেল-মিলন [গীতিকা], উল্লেখ্য সূচীতে '
মেল-মেলন' লেখা ছিল না। কিন্তু বেতার জগৎ-এর  বেতার জগৎ-এর  ১০ম বর্ষ ২৪শ সংখ্যা  সংখ্যার ৯৪২ পৃষ্ঠায় 'মেল-মেলন' নামটি পাওয়া যায়।   
কথা ও সুর: নজরুল ইসলাম
বিভিন্ন অংশে" রবীন দাস (বুলু), রবীন দাস (নন্তু), মাধুরী বন্দ্যোপাধ্যায় (বুলকী), উমা দত্ত, গৌরী দত্ত, রমা দাস (লুপু)।