ভাঙার গান
কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। ১৩৩১
বঙ্গাব্দের শ্রাবণ মাসে (আগষ্ট ১৯২৪) গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল।
১৯২৪ খ্রিষ্টাব্দে বইটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এই বইটির উপর থেকে সরকার
কখনোই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় নি।
ভারত স্বাধীন হওয়ার পরে ১৯৪৯ খ্রিষ্টাব্দে
গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল। প্রকাশ
করেছিল ন্যাশনাল বুক এজেন্সী লিমিটেড। ১২ বঙ্কিম চ্যাটার্জি ষ্ট্রীট, কলিকাতা ১২।
প্রকাশক ছিলেন সুরেন দত্ত। গ্রন্থটি মুদ্রিত হয়েছিল অমল কুমার সেন্ কর্তৃক সখা
প্রেস, ৩৪ মুসলমানপাড়া লেন থেকে।
মূল্য ছিল ১ টাকা। পৃষ্ঠা: ৪+৩৬।
গ্রন্থটিতে উল্লেখ ছিল 'মেদিনীপুরবাসী উদ্দেশে'। বইটির উপরে রাবার স্ট্যাম্পে লেখা ছিল "সম্পূর্ণ লভ্যাংশ কবির সাহায্যে দেওয়া হইবে'। এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানগুলো হলো-
- আমি চাইনে হ'তে ভ্যাবাগঙ্গারাম [ঝোড়ো গান] [গান-২৩৫৭]
[তথ্য]
- এসো অষ্টমী-পূর্ণচন্দ্র [পূর্ণ-অভিনন্দন] [গান-২২৯৭]
[তথ্য]
-
ভাঙার গান: কারার ঐ লৌহকপাট
[তথ্য]
- কে বলে মোদেরে ল্যাডাগ্যাপচার [ঝোড়ো গান] [গান-২৩৮৬]
[তথ্য]
- জাগো আজ দণ্ড-হাতে চণ্ড বঙ্গবাসী [মোহান্তের মোহ-অন্তের গান] [গান-২৩১৮]
[তথ্য]
- তোমারি জেলে পালিছ ঠেলে
[তথ্য]
- বাঙলার 'শের' বাঙলার শির [আশু-প্রয়াণ গীতি] [গান-২৩৩৬]
[তথ্য]
-
মিলন গান:
ভাই হয়ে ভাই চিনবি আবার [তথ্য]
-
জাগরণী: ভিক্ষা দাও! ভিক্ষা দাও
[তথ্য]