ধর্মসঙ্গীত
হিন্দু
সনাতন হিন্দুধর্মের সাথে সম্পর্কীত গানের সাধারণ নাম
হলো- সনাতন হিন্দু ধর্মের গান। এই ধরনের গানের প্রধান দুটি ধারা হলো- বৈষ্ণব সঙ্গীত
ও শাক্তসঙ্গীত। নজরুলের রচিত সনাতন হিন্দুধরমের প্রধান
তিনটি ধারায় উপস্থাপিত হয়েছে। এর ভিতরে একটি ধারায় পাওয়া যায় দৈবশক্তির প্রতি
ভক্তির একটি সাধারণ রূপ। এই ধারাকে 'সাধারণ' নামে শ্রেণিভুক্ত করা হয়েছে। অপর ধারাটি
উপস্থাপিত হয়েছে শ্যাম ও শ্যামার প্রতি ভক্তি। ধর্মতত্ত্বের বিচারে এই ভক্তিরূপকে
বলা হয়- বৈষ্ণব ও শাক্ত। এই দুটি ধারার বাইরে আরও একটি ধারা পাওয়া যায়, যেখানে
শ্যাম ও শ্যামা একই সাথে আরাধ্য হয়ে উঠেছে। এই ধারাকে 'বৈষ্ণব-শাক্ত' নামে অভিহিত
করা হয়েছে।
- সাধারণ:
বৈষ্ণব ও শাক্ত সঙ্গীতের বাইরে কোনো কোনো
পৌরাণিক সত্তার বন্দনা করা হয়েছে। এদেরকে বন্দনা স্বতন্ত্র পর্যায়ে ফেলা হয়েছে।
- বৈষ্ণবসঙ্গীত:বিষ্ণু
বা রাধা-কৃষ্ণের সম্পর্কিত গান।
- শাক্তসঙ্গীত
: শিব ও দুর্গা-বিষয়ক গান
- বৈষ্ণব-শাক্ত:
বৈষ্ণব ও শক্ত দর্শনের মিশ্র রূপ