নজরুল সঙ্গীতের
ধর্মসঙ্গীত
উপপর্যায়: সনাতন হিন্দু ধর্ম।
সাধারণ স্বতন্ত্র
বৈষ্ণব ও শাক্ত সঙ্গীতের বাইরে কোনো কোনো পৌরাণিক সত্তার বন্দনা
করা হয়েছে। এদেরকে বন্দনা স্বতন্ত্র পর্যায়ে ফেলা হয়েছে।
এই জাতীয় কিছু গানে পাওয়া পরমসত্তার কাছে নিজেকে সমপর্ণ করার
অনুভব। কিন্তু গানের উপস্থাপনায় পাওয়া সনাতন ধর্মের পূজা নিবেদনের ভঙ্গিমা। কিছু
গানে পাওয়া যায়- কোনো দেবদেবী বা পৌরাণিক চরিত্রের বিষয়। বিষয়
বৈচিত্র্যের এই জাতীয় গানকে দেবদেবী ভেদে ভাগ করা যায়।
- পরমসত্তা:
- উদার অম্বর দরবারে তোরই [তথ্য]
- আমি হব মাটির বুকে ফুল [তথ্য]
- পরমদেবতা:
- আমি সূর্যমুখী ফুলের মত [তথ্য]
- সূর্যদেবতা
- উর্বসী
- অয়ি চঞ্চল লীলায়িত দেহা [তথ্য]
- আমি ভুলিতে পারি না সেই দূর [তথ্য