বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো ঠাকুর! বলতে পার কোথায় তোমার দেশ
ওগো ঠাকুর! বলতে পার কোথায় তোমার দেশ।
সেই দেশেতে যাব আমি করবো দুখের শেষ॥
        কাঁদবো তোমার পায়ে ধ'রে
        আমার বাবা-মায়ের তরে,
দেখতে নারি ঠাকুর, তাদের আর এ দীন বেশ॥