নরমেধ
নাট্যকার মন্মথ রায় রচিত রেকর্ড-নাটক।

১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২), মাসে টুইন রেকর্ড কোম্পানি ৫টি রেকর্ডে নাটকটি প্রকাশ করেছিল। এই নাটকে নজরুলের রচিত মোট ৫টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে ' তুমি দুখের বেশে এলে' গানটি পূর্বে 'চন্দ্রবিন্দু' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। বাকি ৪টি গান ছিল নতুন।
  1. ওগো ঠাকুর! বলতে পার [তথ্য]
    এফটি ৪২০৯। চরিত্র: কুশধ্বজ। শিল্পী হরিমতী।
  2. দাও আরো আরো দাও সুরা [তথ্য]
    এফটি ৪২০৬। চরিত্র: নর্তকীর গীত।
  3. ঠাকুর তোমায় মালা দেব [তথ্য]
    এফটি ৪২০৬। চরিত্র: মণিমালা ও কুশধ্বজ। শিল্পী তারকবালা ও হরিমতী।
  4. তুমি দুখের বেশে এলে [তথ্য]
    চরিত্র: বাউল। শিল্পী: দেবেন বিশ্বাস
  5. হে গোবিন্দ,হে গোবিন্দ ও রাঙা [তথ্য] 
    এফটি ৪২১১। সমবেত গান। শিল্পী: নরেশচন্দ্র মিত্র, ইন্দু সেন