বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম:
			ঠাকুর তোমায় মালা দেব
	
		
			
মণি : ঠাকুর তোমায় মালা দেব ফুল তুলি আজ তাই
			কুশ : যত তুলি তত ভাবি আরো যদি পাই॥
			মণি : ফুল তুলি আর আমি ভাবি
			অনেক বেশি আমার দাবি
			ফুলের সাথে আমায় তোমার পায়ে দিও ঠাঁই।
			ওগো ঠাকুর! আমায় তোমার পায়ে দিও ঠাঁই॥
		
	
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল 
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে, 
মন্মথ 
রায়ের, রচিত নাটক 'নরমেধ' টুইন রেকর্ড 
কোম্পানি প্রকাশ করেছিল। এই নাটকে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
 
- 
রেকর্ড: টুইন।
 নরমেধ (নাটক)। 
নাট্যকার:
মন্মথ 
রায় [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২০৬। চরিত্র: মণিমালা ও কুশধ্বজ। শিল্পী: তারকবালা ও হরিমতী] 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	সুধীন দাশ 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই 
	২০০৬] ১৬ সংখ্যক গান।
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: ভক্তি [নাট্যগীতি]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
			- তাল: 
			
			দাদরা
- গ্রহস্বর: র্সনা