বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: দাও আরো আরো দাও সুরা আর সুর
	
		
		নাটক : 'নরমেধ'
দাও আরো আরো দাও সুরা আর সুর।
প্রাণের পাত্র কর সুখে ভরপুর॥
বাজুক অধীর হ’য়ে
নূপুর জলদ লয়ে,
সমতালে তাল দিক কাঁকন-কেয়ূর॥
সুর ও সুরার ঝোঁক
ধরায় অমর হোক,
এই সে-স্বর্গলোকে আয় তৃষাতুর॥
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল 
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে,
	মন্মথ 
রায়ের, রচিত নাটক 'নরমেধ' টুইন রেকর্ড 
কোম্পানি প্রকাশ করেছিল। এই নাটকে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
 
- 
	রেকর্ড: টুইন।
 	নরমেধ 
	(নাটক)। 
নাট্যকার:
	মন্মথ 
রায় [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২০৬। নর্তকীগণের 
	গান] 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	সুধীন দাশ 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই 
	২০০৬] ১৮ সংখ্যক গান। 
	
	[নমুনা]
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: উৎসব
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য