নজরুলসঙ্গীতের ধর্মসঙ্গীত
উপপর্যায়: সনাতন হিন্দু ধর্ম।
বৈষ্ণব-সঙ্গীত

সনাতন হিন্দুধর্মের সাথে সম্পর্কীত গানের সাধারণ নাম হলো- সনাতন হিন্দু ধর্মের গান। এই ধরনের গানের প্রধান দুটি ধারা হলো- বৈষ্ণব সঙ্গীত ও শাক্তসঙ্গীত।

বৈষ্ণবসঙ্গীত: বৈষ্ণব সঙ্গীতের মূল আরাধ্য দেবতা বিষ্ণু।  গোলকধামের লক্ষ্মী ছিলেন বিষ্ণুর সঙ্গিনী । কৃষ্ণ তাঁরই অবতার এবং তাঁর লীলাসঙ্গিনী রাধা। বিষ্ণু, লক্ষ্মী, কৃষ্ণ, রাধা কেন্দ্রিক সকল গানই বৈষ্ণসঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া পর্যায়ে রয়েছে- কৃষ্ণের স্ত্রী রুক্মিণী'র গান। বৈষ্ণবরা মনে করেন- তিনি ছিলেন কৃষ্ণের অন্যান্য স্ত্রীদের মধ্যে প্রধান। লক্ষ্মীর অবতার এবং সৌভাগ্যের দেবী হিসাবেও তাঁকে মান্য করে থাকেন।

নিচে নজরুলের রচিত বৈষ্ণব-সঙ্গীতের তালিকা ও শ্রেণিবিন্যাস তুলে ধরা হলো।


 

  1. এই দেহেরই রঙমহলায় খেলিছেন লীলা-বিহারী [ভক্তিগীতি। বাউল (দেহতত্ত্ব)]
  2. গুঞ্জা-মঞ্জরী মালা [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  3. বাজাও প্রভু বাজাও ঘন বাজাও [তথ্য] [ভক্তিগীতি।সাধারণ। প্রার্থনা। স্বদেশ]
  4. হরি ভক্তি কি নাইয়া [গান-৩১৭১] [তথ্য][ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  5. হে ব্রজকুমার শোনো শোনো মোর [গান-২১৫২] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  6. হে ব্রজবল্লভ [গান-৩১৭৩] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  7. হে মহামৌনী তব প্রশান্ত গম্ভীর বাণী [গান-৭৪৪] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। সাধারণ]
  8. হে মহাশক্তি, তোমারে ফিরায়ে [গান-২১৫৩] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  9. হে মাধব দেখা দিলে [গান-৩১৭৪] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  10. হে মাধব,হে মাধব,হে মাধব [গান-৯০০] [তথ্য]  [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান ]
  11. হে মায়াবী ব'লে যাও [গান-২১৫৫] [তথ্য] [ভক্তি। সাধারণ। অনুযোগ]
  12. হেলে দুলে চলে বন -মালা গলে [গান-২১৫৮] [তথ্য] [ইসলামী। প্রার্থনা। নিবেদন (নবী)]