নজরুলসঙ্গীতের ধর্মসঙ্গীত
উপপর্যায়: সনাতন হিন্দু ধর্ম।
বৈষ্ণব-সঙ্গীত

সনাতন হিন্দুধর্মের সাথে সম্পর্কীত গানের সাধারণ নাম হলো- সনাতন হিন্দু ধর্মের গান। এই ধরনের গানের প্রধান দুটি ধারা হলো- বৈষ্ণব সঙ্গীত ও শাক্তসঙ্গীত।

বৈষ্ণবসঙ্গীত: বৈষ্ণব সঙ্গীতের মূল আরাধ্য দেবতা বিষ্ণু।  গোলকধামের লক্ষ্মী ছিলেন বিষ্ণুর সঙ্গিনী । কৃষ্ণ তাঁরই অবতার এবং তাঁর লীলাসঙ্গিনী রাধা। বিষ্ণু, লক্ষ্মী, কৃষ্ণ, রাধা কেন্দ্রিক সকল গানই বৈষ্ণসঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া পর্যায়ে রয়েছে- কৃষ্ণের স্ত্রী রুক্মিণী'র গান। বৈষ্ণবরা মনে করেন- তিনি ছিলেন কৃষ্ণের অন্যান্য স্ত্রীদের মধ্যে প্রধান। লক্ষ্মীর অবতার এবং সৌভাগ্যের দেবী হিসাবেও তাঁকে মান্য করে থাকেন।

কপট ধর্মাচারীদের নিয়ে নজরুল কিছু ব্যঙ্গাত্মক বৈষ্ণব সঙ্গীত রচনা করেছিলেন। এই জাতীয় গানে পাওয়া ভক্ত ব্যক্তিগত লোভ লালসাকে চরিতার্থ করার জন্য কপট ভক্তি দেখায়। এই গানগুলোকে রঙ্গ-ব্যঙ্গ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নজরুলের রচিত বৈষ্ণব সঙ্গীতের একটি অংশ রচিত হয়েছিল স্বতন্ত্র গান হিসেবে। আর কিছু গান রচিত হয়েছিল- গীতিআলেখ্যে অন্তর্ভুক্ত হয়ে। এ সকল গানে বিষ্ণু, হরি, রাধাকৃষ্ণ ইত্যাদি নানা ভাবে উপস্থাপিত হয়েছে।

গীতি-আলেখ্যে বৈষ্ণবসঙ্গীত

বিষয় ভিত্তিক বৈষ্ণবসঙ্গীতের শ্রেণিকরণ
  1. গুঞ্জা-মঞ্জরী মালা [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  2. বাজাও প্রভু বাজাও ঘন বাজাও [তথ্য] [ভক্তিগীতি। সাধারণ। প্রার্থনা। স্বদেশ]
  3. হরি ভক্তি কি নাইয়া [গান-৩১৭১] [তথ্য][ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  4. হে ব্রজকুমার শোনো শোনো মোর [গান-২১৫২] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  5. হে ব্রজবল্লভ [গান-৩১৭৩] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  6. হে মহামৌনী তব প্রশান্ত গম্ভীর বাণী [গান-৭৪৪] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। সাধারণ]
  7. হে মহাশক্তি, তোমারে ফিরায়ে [গান-২১৫৩] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  8. হে মাধব দেখা দিলে [গান-৩১৭৪] [তথ্য] [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান]
  9. হে মাধব,হে মাধব,হে মাধব [গান-৯০০] [তথ্য]  [ভক্তিগীতি। ধর্মসঙ্গীত। হিন্দুধর্মের গান। বৈষ্ণবগান ]
  10. হে মায়াবী ব'লে যাও [গান-২১৫৫] [তথ্য] [ভক্তি। সাধারণ। অনুযোগ]
  11. হেলে দুলে চলে বন -মালা গলে [গান-২১৫৮] [তথ্য] [ইসলামী। প্রার্থনা। নিবেদন (নবী)]