আঙুরবালার কণ্ঠে নজরুল সঙ্গীতের কালানুক্রমিক সূচি
 
	
	- 
	
	এইচএমভি [জুলাই ১৯২৮ (আষাঢ় ১৩৩৫)। পি ৯৯৭৪। শিল্পী: 
	
	
	আঙ্গুরবালা। 
	সুর: নজরুল ইসলাম]
	- ভুলি কেমনে আজো যে মনে [গান-৮৯৪][তথ্য]
- এত জল ও-কাজল চোখ [গান-৯৭] 
	[তথ্য]
 গান দুটি এইচএমভি রেকর্ড করেছিল ১৯২৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৩৪)।
	আর প্রকাশিত হয়েছিল 
	
	১৯২৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ় ১৩৩৫)।
 
- এইচএমভি ডিসেম্বর ১৯৩১ [(১৫ অগ্রহায়ণ- ১৬ পৌষ ১৩৩৬)]। রেকর্ড নম্বর পি 
১১৬৭০। শিল্পী আঙ্গুরবালা।
		- কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া [তথ্য]
- নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল [তথ্য]
 
-  
	
	
	
	 
	
	 এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩১ 
	 
	(১৫ ভাদ্র-১৩ আশ্বিন ১৩৩৮
	বঙ্গাব্দ)। রেকর্ড এন পি ১১৭২৯। শিল্পী: আঙুরবালা
- এইচএমভি। এপ্রিল ১৯৩২। পি ১১৭৪৩। শিল্পী: 
	
		 
	আঙুরবালা
	- আসিলে এ ভাঙ্গা ঘরে
- বিদায় সন্ধ্যা আসিল ঐ