রিক্তের বেদন

কাজী নজরুল ইসলামের রচিত গল্প সংকলন। এর প্রথম গল্প 'রিক্তের বেদন'-এর নামে এই সংকলনটির নামকরণ করা হয়েছে। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে। প্রকাশক: ওরিয়েন্টাল প্রিন্টার্স এন্ড পাবলিশার্স লিমিটেড; ২৬/৯/১এ, হ্যারিসন রোড, কলিকাতা। এর পৃষ্ঠা সংখ্যা ছিল ৪+১৬০। মূল্য দেড় টাকা।

প্রকাশকদের ওক্ষ থেকে কবি মোহম্মদ মোজাম্মেল হক গ্রন্থের 'নিবেদন'-এ লিখেছেলেন-

রণকোলাহলের মত্ততার মাঝে জন্মেছিল তরুণ কবির ভাবরাজ্যের দ্যোতনা-করা এই উচ্ছ্বাস। মেসোপটেমিয়ার ধূলি ঝেড়ে আমার ন্যায় অযোগ্য ব্যক্তিকেই একে কোল দিতে হয়েছিল। গানার অযোগ্যতাই এতদিন কবির হৃদয়োচ্ছ্বাসকে চেপে রেখে সহৃদয় পাঠকবর্গের সহিত তার পরিচয়ের ব্যাঘাত জন্মিয়েছে। এতে কবি এবং তার পাঠকবর্গের প্রতি অন্যায়-অত্যাচারের জন্য আমি দায়ী। অদ্য প্রায়শ্চিত্ত করলাম।

কলিকাতা,
            বড়দিন, ১৯২৪।

এই গ্রন্থে অন্তর্ভুক্ত গল্পগুলো গ্রন্থাকারে প্রকাশের আগেই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নিচে গল্পগুলোর প্রথম প্রকাশের তালিকা তুলে ধরা হলো।


তথ্যসূত্র