বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এসো হৃদি-রাস-মন্দিরে এসো হে রাসবিহারী কালা 
	
		
			এসো হৃদি-রাস-মন্দিরে এসো হে রাসবিহারী কালা।
মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে অশ্রু-যূথীর মালা॥
      
	আমি   ত্যাজিয়াছি কবে লাজ-মান-কুল
               
	বহি' কলঙ্ক এসেছি গোকুল,
আমি ভুলিয়াছি ঘর শ্যাম নটবর কর মোরে গোপবালা॥
               
	আমার কাঁদন-যমুনার নদী
   
	শ্যাম হে   ভাঁটি টানে শুধু বহে নিরবধি,
তারে বাঁশরির তানে বহাও উজানে ভোলাও বিরহ-জ্বালা॥
		
	
	- 
ভাবসন্ধান: এই গানটিতে কোনো এক কৃষ্ণ-অনুরাগিনী গোকুলে ছুটে এসেছেন কৃষ্ণের 
প্রেমে ছুটে এসেছেন তাঁর সাথে মিলনের কামনায়। কৃষ্ণের সাথে তাঁর এই মিলনের আকুলতা 
উপস্থাপিত হয়েছে রাধার অভিব্যক্তিতে। 
 
 কৃষ্ণ-অনুরাগিনী তাঁর হৃদি-রাস-মন্দিরের  (হৃদয়-রূপ রাসমন্দির) রাসোৎসবের 
মধ্যমণি হিসেবে রাসবিহারী কৃষ্ণকে আহ্বান করেছেন। তিনি কৃষ্ণের জন্য অশ্রূরূপ যূথির 
মালা সৃজন করে ধারণ করেছেন তাঁর সজল নয়নে। কৃষ্ণের জন্য তিনি ত্যাগ করেছেন লাজ-মান-কুল। 
কলঙ্কের দুর্নাম অগ্রাহ্য করে তিনি গোকুলে এসেছেন শুধুই কৃষ্ণের সাথে মিলিত হওয়ার 
জন্য।  ঘর ত্যাগিনী এই কৃষ্ণ-অনুরাগিনীর একান্ত কামনা তিনি যেন তাঁকে 
বৃন্দাবনের গোপবালা করে কাছে টেনে নেন।
 
 তাঁর এই ক্রন্দন বহমান যুমনার মতো। সেখানে প্রেমের উজান বয় না, তাই তিনি শুধুই 
ভাটির টানে কৃষ্ণ-প্রেম থেকে দূরে সরে যান। কৃষ্ণের কাছে তাঁর একান্ত নিবেদন, যেন 
তাঁর বাঁশির সুরে তাঁর প্রেম-যমুনাকে উজানের পথে উদ্বেলিত করে, তাঁর বিরহযন্ত্রণার 
অবসান ঘটান।
 
- 
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা 
		যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ) মাসে  টুইন রেকর্ড 
	কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই 
		সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
	- 
রেকর্ড: টুইন।  জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)। এফটি ২০৩০। 
শিল্পী:
	 জীবনানন্দ গোস্বামী
- গ্রন্থ:
	
		- 
		বনগীতি।
			- প্রথম সংস্করণ   ১৩ অক্টোবর
১৯৩২ খ্রিষ্টাব্দ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ঝিঁঝিট-একতাল। পৃষ্ঠা: ৪৫। 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। 
			ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ২৯ সংখ্যক গান। ঝিঁঝিট-একতালা।  পৃষ্ঠা ১৯৫] 
 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
			১১৯৭।  রাগ: ঝিঁঝিট, তাল: একতাল পৃষ্ঠা: ২৯০। 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
	আহসান মুর্শেদ 
	[নজরুল সঙ্গীত স্বরলিপি,
	একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ২৫-২৮ [নমুনা]
 
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব সঙ্গীত। কৃষ্ণ। 
	আত্মনিবেদন
- সুরাঙ্গ: ভজন