গগনে সঘন চমকিছে দামিনী
মেঘ-ঘন-রস রিনিঝিনি বরষে।
একেলা ভবনে বসি' বাতায়নে
পথ চাহে বিরহিণী কামিনী॥
পূবালি পবন বহে, দাদুরি ডাকে,
অভিসারে চলে খুঁজে' কাহাকে।
বৈরাগিনী সাজে উন্মনা যামিনী॥
খেয়াল ভাঙা গান
মূল গান
গগন গরজত চমকত দামিনী
চলত পবন সব নননন-ননরস
বুঁদনিয়ামে মনবা লরঝে
পিয়া বিন কছু না সোহাবে॥
উমন্ড ঘুমন্ড ঘের আয়ে বদরবা
ঘোর ঘোর অতি গরজন পাবে
ঝিঙ্গরবা বোলত ঝুম
নননন ননরসে॥