বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: চল মন আনন্দ-ধাম
চল মন আনন্দ-ধাম।
চল মন আনন্দ-ধাম রে,
চল আনন্দ ধাম॥
লীলা-বিহার প্রেম লোক
নাই রে সেথা দুঃখ শোক,
সেথা বিহরে চির-ব্রজ-বালক
-
বন্শিওয়ালা শ্যাম রে
চল আনন্দ-ধাম॥
নাহি মৃত্যু নাহি ভয়,
নাহি সৃষ্টি, নাহি লয়,
খেলে চির-কিশোর চির-অভয়
-
সঙ্গীত ওম্ নাম রে
চল আনন্দ ধাম॥
নাহি চরাচর নাহি রে ব্যোম
লীলা-সাথি গ্রহ রবি ও সোম,
সঙ্গীত 'ওম্' নাম রে
চল আনন্দ ধাম॥
১. অবাঙ্মনস -গোচরম্
- ভাবার্থ: পরমস্রষ্টার জগৎ পরম শান্তির পরম আনন্দের। এই গানে
সেই পরম আনন্দ-ধামের পথে আহ্বান করা হয়েছে। জাগতিক দুঃখ-কষ্ট ত্যাগ করে সেই 'আনন্দ-ধাম' বা আনন্দের আবাসের দিকে যাত্রা করার জন্য উদ্বুদ্ধ করা
হয়েছে. কারণ। এটাই ঈশ্বর-প্রাপ্তির আদর্শ পথ।
এই সেই ধাম যা 'লীলা-বিহার প্রেম লোক'। দুঃখ, শোক, মৃত্যু-ভয়হীন সে ধামে পরম
স্রষ্টার প্রেম ও লীলার প্রকাশ ঘটে। সেখানে ব্রজের বংশধারী চির-অভয়রূপী বালক (কৃষ্ণ)
বিরাজ করেন। সেখানে মৃত্যু নেই, ভয় নেই, সৃষ্টি নেই, লয়ও নেই। সে ধাম জাগতিক ক্ষণস্থায়ী নিয়মের ঊর্ধ্বে।
সেই লোকে যে সঙ্গীত বাজে, তা হলো 'ওম্' (ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বর বাচক ধ্বনি)।
সকল নাম আনন্দময় হয়ে সে সঙ্গীত যেন আধ্যাত্মিকতার মূল সত্য হয়ে
আনন্দ-ধ্বনিরূপে বিরাজ করে। সে জগতে জাগতিক চর ও অচর নেই নাই
মহাকাশ, সেখানে গ্রহ রবি ও চন্দ্র তাঁর লীলা সাথী হয়ে ওম-রূপে বিরাজ করে। সে
ধামে যাওয়ার জন্য কবি এ গানে সবাইকে আহ্বান করেছেন।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত
'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
-
চন্দ্রবিন্দু।
- প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ১৯৩১
(আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। ৮। ভৈরবী-ভজন। পৃষ্ঠা: ১৬৭]
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)। ভজন। ভৈরবী-কারফা। পৃষ্ঠা: ৪৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৮৫]
- রেকর্ড: এইচএমভি। এপ্রিল ১৯৩২
(চৈত্র ১৩৩৮-বৈশাখ ১৩৩৯)। এন ৪১৮৪। শিল্পী: মিস্ বীণাপাণি। ভৈরবী-দাদরা।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। বন্দনা
- সুরাঙ্গ: ভজন
- রাগ:
ভৈরবী
- তাল:
দাদরা
[দ্রুত]
- গ্রহস্বর: মদ