বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে
মোরা
আর
জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে॥
তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ'ল গত,
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে হিয়ার থরে থরে॥
বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদে কেন।
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ'ল ছাড়াছাড়ি নিঠুর ব্যাধের শরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৪৪ খ্রিষ্টাব্দের
আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৫০) মাসে,
কলাম্বিয়া রেকর্ড কোম্পানি
গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৪৪ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর
১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই
১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। কাব্য-গীতি। ৬৫৩ সংখ্যক গান। পৃষ্ঠা
১৬৯]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ৬৪৮ সংখ্যাক গান। পৃষ্ঠা:
১২২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮] গান ১৩। পৃষ্ঠা
৪-৫
-
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)।
স্বরলিপিকার:
সুধীন দাশল প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫।] ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা
৭৫-৭৭
- নার্গিস প্রথম প্রকাশ [হরফ প্রকাশনী। কবি নজরুলের ৭২তম জন্মদিন, ১১ই জ্যৈষ্ঠ, ১৩৭৮ বঙ্গাব্দ।] ১২ সংখ্যক গান। পৃষ্ঠা
৪১-৪৪
- বুলবুল─দ্বিতীয় খণ্ড (গান, ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ২৫৮]
- রেকর্ড:
কলাম্বিয়া
[আগষ্ট ১৯৪৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৫১)। জিই
২৭০১। শিল্পী: সত্য চৌধুরী। সুর: গিরীন চক্রবর্তী] [শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। প্রথম প্রকাশ,
তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫।
১৩ সংখ্যক গান]
[নমুনা]
- সুরকার: গিরীন চক্রবর্তী
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর।
- রাগ: রাগের উল্লেখ নেই।
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
সা।