নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
প্রথম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল চৈত্র, ১৩৯২ বঙ্গাব্দ/ মার্চ, ১৯৮৬ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, ১৫ আষাঢ়, ১৩৯৮ বঙ্গাব্দ/ ৩০ জুন, ১৯৯১ খ্রিষ্টাব্দে। তৃতীয় মুদ্রণ হয়, অগ্রহায়ণ, ১৪০২ বঙ্গাব্দ/ নভেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৮৬ সালে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি
-প্রথম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। স্বরলিপিকার এই গ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর পিতা নিশিকান্ত দাশ ও মা হেমপ্রভা দাশ-কে। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আমি গগন গহনে সন্ধ্যা তারা [তথ্য] [নমুনা]
  2. আমি যার নূপুরের ছন্দ [তথ্য] [নমুনা]
  3. উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে [তথ্য] [নমুনা]
  4. এস প্রিয় মন রাঙায়ে  [তথ্য] [নমুনা] [শ্রবণ নমুনা]
  5. কত নিদ্রা যাওরে কন্যা [তথ্য] [নমুনা]
  6. কত ফুল তুমি পথে ফেলে দাও [তথ্য]  [নমুনা]
  7. কাণ্ডারী গো কর কর পার [ তথ্য] [নমুনা]
  8. কুঁচবরণ কন্যারে তার মেঘবরণ কেশ [তথ্য] [নমুনা] [শ্রবণ নমুনা]
  9. কে তোরে কি বলেছে মা [তথ্য] [নমুনা]
  10. কেন আসিলে ভালবাসিলে [তথ্য] [নমুনা]
  11. কেন মনোবনে মালতী বল্লরী দোলে [তথ্য] [নমুনা]
  12. ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [তথ্য] [নমুনা]
  13. তব গানের ভাষায় সুরে বুঝেছি [তথ্য] [নমুনা]
  14. তুই জগৎ-জননী শ্যামা (জগৎ-জননী শ্যামা) [তথ্য] [নমুনা]
  15. তোরা দেখে যা আমিনা মায়ের কোলে [তথ্য] [নমুনা]
  16. নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে [তথ্য] [নমুনা]
  17. পিউ পিউ বোলে পাপিয়া [তথ্য] [নমুনা]
  18. বন্ধু পথ চেয়ে চেয়ে [তথ্য] [নমুনা]
  19. ব'লো বঁধুয়ারে নিরজনে (সখি) [তথ্য] [নমুনা]
  20. বাজলো কিরে ভোরের সানাই [তথ্য] [নমুনা]
  21. ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি [তথ্য] [নমুনা]
  22. ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে  [তথ্য] [নমুনা]
  23. মেঘ বিহীন খর বৈশাখে [তথ্য] [নমুনা]
  24. মোরা আর জনমে হংস মিথুন ছিলাম [তথ্য] [নমুনা]
  25. শাওন রাতে যদি স্মরণে আসে মোরে [তথ্য] [নমুনা]