বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:
তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি
তব গানের ভাষায়
সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি
এত দিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি॥
ছিল পাষাণ হয়ে গভীর অভিমান
সহসা, এলো সহসা আনন্দ-অশ্রুর বান।
বিরহ-সুন্দর হয়ে সেই এলো
দেবতা বলে যাঁরে পুজেছি
বুঝেছি বুঝেছি বুঝেছি॥
তোমার দেওয়া বিদায়ের মালা পুন প্রাণ পেল প্রিয়
হ'য়ে শুভদৃষ্টি মিলন-মালিকা বুকে ফিরে এলো
এলো প্রিয়।
যাহারে নিষ্ঠুর বলেছি
নিশীথে গোপনে কেঁদেছি
নয়নের বারি হাসি দিয়ে মুছেছি
বুঝেছি বুঝেছি বুঝেছি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪৯) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময়ে নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-রচনাবলী─দশম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯।] অগ্রন্থিত গান।
১২৯ সংখ্যক গান। পৃষ্ঠা ২৬৪-২৬৫]
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪।] কাব্য-গীতি। ৩৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৭]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ৩৪১ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৬৫।
- নজরুল গীতিমালা
৩য় খণ্ড। প্রথম প্রকাশ [বাঙলা একাডেমী, ঢাকা। ভাদ্র ১৩৭৭। সেপ্টেম্বর ১৯৭০] ৫ সংখ্যক গান। পৃষ্ঠা ১৩-১৫।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।] গান ১৪। পৃষ্ঠা ৫
- নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড) প্রথম খণ্ড।
স্বরলিপিকার:
সুধীন দাশ।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫] ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৮-৮০
- পটদীপ প্রথম প্রকাশ [হরফ প্রকাশনী। ১১ই জ্যৈষ্ঠ ১৩৭৭ বঙ্গাব্দ] ৮
সংখ্যক গান। পৃষ্ঠা ২০-২২]
- রেকর্ড::
এইচএমভি [অক্টোবর
১৯৪২ (আশ্বিন-কার্তিক ১৩৪৯)। এন ২৭৩২৫।
শিল্পী:
অনিমা দাশগুপ্ত। সুর: কমল দাশগুপ্ত।
[শ্রবণ
নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২।
নভেম্বর ১৯৯৫। ১৪ সংখ্যক গান] [নমুনা]
-
সুরকার:
কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর।
- রাগ: রাগের উল্লেখ নেই।
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
পা।