বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:কাণ্ডারি গো, কর কর পার এই অকূল ভব-পারাবার
কাণ্ডারি গো, কর কর পার এই অকূল ভব-পারাবার।
তোমার চরণ-তরী বিনা, প্রভু পারের আশা নাহি আর॥
পাপের তাপের ঝড় তুফানে
শান্তি নাহি আমার প্রাণে।
আমি যেদিকে চাই দেখি কেবল নিরাশারি অন্ধকার॥
দিন থাকতে আমার মতো
কেউ নাহি সম্ভাষে,
হে প্রভু তোমায়
কেউ নাহি সম্ভাষে
দিন ফুরালে খাটে শুয়ে
এই ঘাটে সবাই আসে।
লয়ে তোমারি নামের কড়ি
সাধু পেল চরণ-তরী
সে কড়ি নাই যে কাঙ্গালের হও হে দীনবন্ধু তার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৬)
মাসে
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। লোকগীতি। ২০১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৩৩]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ১৭৫৬ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৩৪৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮] গান ১২। পৃষ্ঠা ৪]
-
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)
স্বরলিপিকার: সুধীন দাস।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫] ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৭০-৭৪]
- নজরুল-রচনাবলী─দশম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯] অগ্রন্থিত গান
৩০১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৫৬
রেকর্ড:
এইচএমভি
[জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)।
এন ১৭৪১৪। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
[শ্রবণ নমুনা]
সুরকার:
চিত্ত রায়
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। প্রথম প্রকাশ,
তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫।
১২ সংখ্যক গান।]
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি। প্রার্থনা
- সুরাঙ্গ:
ভাটিয়ালি।