কে তোরে কি বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে
ওমা বরাভয়া ভয়ঙ্করী সাজ পেলি তুই কোথা থেকে॥
তোর এলোকেশে প্রলয় দোলে
আমি চিন্তে নারি গৌরী বলে।
ওমা চাঁদ লুকাল মেঘের কোলে তোর মুখে না হাসি দেখে॥
ওমা শঙ্কর কি গঙ্গা নিয়ে, কাঁদায় তোরে দুঃখ দিয়ে
ওমা শিবানী তোর চরণ তলে এনেছি তাই শিবকে ডেকে॥
পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। বৈশাখ ১৩৪৮
(এপ্রিল-মে
১৯৩৪)। শ্যামা-সঙ্গীত। মিশ্র-দাদরা। সুরকার: নিতাই ঘটক।
স্বরলিপি: কুমারী বিজলী ধর। [নমুনা]