বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: বন্ধু পথ চেয়ে চেয়ে
বন্ধু পথ চেয়ে
চেয়ে
আকাশের তারা পৃথিবীর ফুল
গণি
বন্ধু ফুল পড়ে ঝরে, তারা যায়
মরে
(ফিরে) এল না
হৃদয়-মণি॥
কত নদী পেল খুঁজিয়া সাগর
আমিই পাই না তোমার খবর
বন্ধু সকলেরি চাঁদ ওঠে রে
আমারি চির-আঁধার রজনী॥
যমুনার জলও
শুকায় রে বন্ধু
আমার শুকায় না
আঁখি-বারি
এত কান্দন কাঁদিলে
গোকূলে হতাম ব্রজ-কুমারী
বন্ধু হতাম রাধা প্যারী।
মহা পারাবার
তারও আছে পার
আমার দুখের
পার নাহি আর
বন্ধু মণি না পাইনু বৃথায়
পুষিনু কাল-বিরহের ফণি
পুষিনু কাল-বিরহের ফণি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের
২ নভেম্বর (১৯ কার্তিক ১৩৪৬) কলকাতা বেতার
থেকে বিজন ঘোষ দস্তিদারের কণ্ঠে গানটি প্রচারিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪] লোক-গীতি (গ্রাম্যসুর)। ২০৭৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৫০]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ১৮১১ সংখ্যাক গান। পৃষ্ঠা: ৩৫৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮] গান ১৫। পৃষ্ঠা ৫
-
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)।
স্বরলিপিকার:
সুধীন দাশ।
প্রথম প্রকাশ তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২।
নভেম্বর ১৯৯৫] ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৮১-৮৪
- বেতার: কলকাতা বেতার ক। চতুর্থ অধিবেশন। [২ নভেম্বর ১৯৩৯ (বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৩৪৬)।
রাত্রি: ১০-১৫। একক শিল্পীর অনুষ্ঠান। শিল্পী: বিজন ঘোষ দস্তিদার।
[সূত্র:
The Indian Listener
পত্রিকায়
[Vol.
IV. No 21, 22 October, 1939. Page 1487]
- রেকর্ড:
এইচএমভি [জানুয়ারি
১৯৪০ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪৬)]।
এন ১৭৪০৪। শিল্পী:
আঙ্গুরবালা। [শ্রবণ নমুনা]
- সুরকার: কাজী
নজরুল ইসলাম।
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (প্রথম খণ্ড)। প্রথম প্রকাশ,
তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫।
১৫ সংখ্যক গান][নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: মিশ্র কীতর্নাঙ্গ (ভাটিয়ালির
প্রভাব আছে)
- তাল:
দাদরা
- গ্রহস্বর: গা।