চলচ্চিত্র: 'দিকশূল'
ঝুম্কো লতায় জোনাকি, মাঝে মাঝে বৃষ্টি।
আবোল-তাবোল বকে কে, তারও চেয়ে মিষ্টি॥
আকাশে সব ফ্যাকাশে, ডালিম-দানা পাকেনি
চাঁদ ওঠেনি কোলে তার, মা ব'লে সে ডাকেনি॥
রাগ করেছে বাঘিনী, বারো বছর হাসে না
স্বপ্ন তাহার ভেঙ্গে যায়, খোকা কেন আসে না॥
পাথর হয়ে আছে ঝিনুক, দুধের বাটি, দোলনা!
মাকে বলে 'খোকা কই?' কিছুই খেলা হ'ল না॥
তেমনি আছে ঘরের জিনিস, কিছুই ভাল লাগে না
পা আছড়ে মা কেঁদে কয় 'খোকা কেন না!'