দিকশূল
বাংলা চলচ্চিত্র।
প্রচার পুস্তিকা
নিউ থিয়েটার্সের প্রযোজিত চলচ্চিত্র। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ আগষ্ট (বৃহস্পতিবার ২৬
শ্রাবণ ১৩৫০), কলকাতার মিনার, বিজলী ও ছবিঘর প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি
পেয়েছিল। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের রচিত কাহিনি অবলম্বনে চিত্রায়িত এই ছবির
পরিচালক ছিলেন
প্রেমাঙ্কুর আতর্থী।
প্রচার পুস্তিকা
অনুসারে এই ছবিতে ব্যবহৃত গানগুলো ছিল-
- ফুরাবে না এই মালা গাঁথা
[তথ্য]
[সরমার গান]। গীতিকার:
নজরুল ইসলাম
- ঝুমকো লতায় জোনাকি
[তথ্য][সুকুমারীর
গান]। গীতিকার:
নজরুল ইসলাম
- হে নয়ন-আনন্দ,
ক্ষণিক দাঁড়াও
[সুকুমারীর গান]।
গীতিকার:
ভোলানাথ মিত্র
- দোলে দোলে দোলে
সুন্দর হে। [সুরমার গান]। গীতিকার:
প্রণব রায়
- আমার এই
অশ্রু-বীণার তারে [সরযুর গান]। গীতিকার: ভোলানাথ মিত্র