বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পাপিয়া আজ কেন ডাকে সখি, পিয়া পিয়া
. নাটক : ‘সর্বহারা’
পাপিয়া আজ কেন ডাকে সখি, পিয়া পিয়া।
শুনি’, পিয়া পিয়া বোল্ ঝুরিছে আমার হিয়া॥
এমনি মধুরাতি, ছিল সে মোর সাথী
সেদিন পাপিয়া এমনি উঠিত ডাকিয়া
সে কি আজ এলো তবে, চাঁদের মত নীরবে
হাসির জোছনাতে তার দশদিশি রাঙাইয়া॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ মে ১৯৩৬ (বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ ১৩৪২)
কলকাতার 'রংমহল
থিয়েটার' মঞ্চে
সুধীন্দ্রনাথ রাহার রচিত 'সর্বহারা' নাটক
মঞ্চস্থয় হয়।
এই নাটকে
এই
গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময়
নজরুল ইসলামের
বয়স ছিল
৩৭ বৎসর
১ মাস।
-
মঞ্চনাটক: সর্বহারা।
নাট্যকার: সুধীন্দ্রনাথ রাহা। প্রযোজক
সতু সেন।
রংমহল থিয়েটার।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ মে ১৯৩৬ (বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ ১৩৪২)।
-
গ্রন্থ: সর্বহারা। নাট্যকার:
সুধীন্দ্রনাথ রাহা। [দ্বিতীয় সংস্করণ, ভট্টাচার্য সন্স্
লিমিটেড। ডিসেম্বর ১৯৫১। পৃষ্ঠা: ২৭] দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।