সর্বহারা
নজরুলের ৩৬ বৎসর অতিক্রান্ত বয়সের প্রথম সপ্তাহ শুরু হয়েছিল সুধীন্দ্রনাথ রাহার রচিত সর্বাহারা নাটকে গানের সংযোগ দিয়ে। নাটকটি ১৩৩৬ বঙ্গাব্দের ৩০ মে (শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৩৪৩) কলকাতার ' রংমহল থিয়েটার'-এ মঞ্চস্থ হয়েছিল। নাটকটি পরিচালনা করেছিলেন  সতু সেন। এই নাটকে নজরুল ইসলামের মোট ৮টি গান ছিল। এর ভিতরে ৭টি গান রচনা করেছিলেন নজরুল ইসলাম। এই নাটকটির পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থের 'ঋণ-স্বীকার' পত্রে নাট্যকার লিখেছিলেন-
"মুখের তাদের চপল হাসি"- এই গানটী ভিন্ন, নাটকের অন্য গানগুলি সুকবি কাজী নজরুল ইসলামের রচনা। তাঁকে আমার ধন্যবাদ জ্ঞাপন ক'রছি।'
এই নাটকের গানগুলো হলো-
  1. চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে [তথ্য]
    প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। নর্তকীদের নৃত্যগীত।
  2. নবীন বসন্ত যে যায় [তথ্য]
    প্রথম অঙ্ক, চতুর্থ দৃশ্য। নর্তকীদের নৃত্যগীত।
  3. পাপিয়া আজ কেন ডাকে সখি [তথ্য]
     দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।
  4. সখি দখিনা মলয়,ঝরি ঝিরি বয় [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।
  5. মলয় হাওয়া আসবে কবে [তথ্য]
     দ্বিতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্য। ফুলের গান।
  6. এই রইল তোর সাধের বসন [তথ্য]
    তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। সৈরভী আর বমাইয়ের গান।
  7. জাগো রূপের কুমার, কেন অলস ঘুমে  [তথ্য]
    চতুর্থ অঙ্ক, তৃতীয় দৃশ্য। নর্তকীগণের গান।
  8. মুখে তাদের চপল হাসি। গানটি নজরুলের রচিত নয়
    চতুর্থ অঙ্ক, তৃতীয় দৃশ্য। নর্তকীগণের গান।