বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এই রইল তোর সাধের বসন
            নাটক : 'সর্বহারা'
সৈরভী:  এই রইল তোর সাধের বসন।
রমাই:    নীল শাড়িতে বুঝি তোর উঠলো না মন?
সৈরভী:  বল্‌ দেখি বসন-চোরা হ'লি কখন থেকে?
রমাই:    যেদিন থেকে মন্দ-হলাম ঐ চন্দ্রবদন দেখে,
সৈরভী:  বলি চোরকে দিয়ে আস্কারা
            ঘরছাড়া ওরে মুখপোড়া,
            মোর, কুলমান জাতি খোয়াব কি শেষে।
রমাই:    আমি যার জন্য কর্‌নু চুরি, সেই বলে হায় চোর
সৈরভী:  যাবি যদি তবে এই শাড়িতে ছুঁইয়ে যা তোর চরণ!