বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম:
তুমি আরেকটি দিন থাকো
তাল: দাদ্রা
তুমি আরেকটি দিন থাকো।
হে চঞ্চল, যাবার আগে মোর
মিনতি রাখো॥
আমি ভালো ছিলাম ভুলে' একা
কেন নিঠুর দিলে
দেখা,
তুমি ঝরা-ফুলে গাঁথ্লে মালা গলায় দিলে না
কো॥
তোমার কাজের মাঝে আমায় ভোলা সহজ হবে, স্বামী!
কেমন ক'রে এক্লা
ঘরে থাক্বো ভুলে আমি।
নিবু নিবু প্রদীপ
আশার
তুমি জ্বালিয়ে দিলে যদি আবার -
প্রিয় নিভ্তে তারে দিও না আর আদর দিয়ে রাখো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ
(ফাল্গুন-চৈত্র
১৩৪৪)
মাসে
এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
- রেকর্ড:
এইচএমভি
[মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। এফটি ১৭০৫০। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায়। সুর: কমল দাশগুপ্ত।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: কমল
দাশগুপ্ত।
- পর্যায়: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- বিষয়াঙ্গ: প্রেম
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা