বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
পূজা দেউলে মুরারি, শঙ্খ নাহি বাজে
রাগ: তিলং, তাল: ঝাঁপতাল
পূজা দেউলে মুরারি, শঙ্খ নাহি বাজে,
বদ্ধ দ্বার, নির্বাপিত দীপ লাজে॥
ভগ্ন ঘট শূন্য থালা,
পুণ্য-লোক রক্তে ঢালা,
দৈত্য সেথা নৃত্য করে মৃত্যু-সাজে,
দাও শরণ তব চরণ মরণ-মাঝে॥
- রচনাকাল ও স্থান: গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল জয়তী পত্রিকার পৌষ-মাঘ ১৩৩৭ (ডিসেম্বর ১৯৩৭-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর
৬ মাস।
- মঞ্চ:
- কারাগার।
নাট্যকার
মন্মথ রায়।
- ২৪ ডিসেম্বর ১৩৩০
(বুধবার ৯ পৌষ ১৩৩৭)। তৃতীয় অঙ্ক। দৃশ্য দুই। 'ধরিত্রী'র গান। শিল্পী:
নীহারবালা।
মনোমোহন থিয়েটার-এ
মঞ্চস্থ হয়েছিল।
-
৮ আগষ্ট ১৯৩১
খ্রিষ্টাব্দ (শনিবার ২৩ শ্রাবণ ১৩৩৮)
নাট্যনিকেতনে
মঞ্চস্থ হয়েছিল।
- গ্রন্থ
-
কারাগার।
মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে
নভেম্বর ১৯৫১। তৃতীয় অঙ্ক। ছয়। ধরিত্রীর গান।]
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। ১৩। তিলং-সাদ্রা। পৃষ্ঠা: ১৭০]
- পত্রিকা:
- জয়তী [পৌষ-মাঘ ১৩৩৭ সংখ্যা (ডিসেম্বর ১৯৩৭-ফেব্রুয়ারি ১৯৩৮)। মন্মথ রায় রচিত কারাগার নাটক]