বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম :
বন্দীর মন্দিরে জাগো দেবতা!
রাগ: হাম্বীর, তাল: কাওয়ালি
বন্দীর মন্দিরে জাগো দেবতা!
আনো অভয়ঙ্কর শুভ-বারতা।
জাগো দেবতা, জাগো দেবতা॥
শৃঙ্খলে বাজে তব সম্বোধনী,
কারায় কারায় জাগে তব শরণি,
বিশ্বমুক ভীত, কহ গো কথা!
জাগো দেবতা, জাগো দেবতা॥
নিশিদিন শোনে নিপীড়িতা ধরণী
অশ্রুতে অ-শ্রুত শঙ্খধ্বনি!
পঙ্গু রুগ্ন নর অত্যাচারে,
ধর্ষিতা নারী কাঁদে দৈত্যাগারে,
জাগো পাষাণ, ভাঙো নীরবতা।
জাগো দেবতা, জাগো দেবতা॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দের ২৪শে
ডিসেম্বর (বুধবার ৯ পৌষ ১৩৩৭), মন্মথ রায় রচিত 'কারাগার' নাটকটি মঞ্চস্থ হয়েছিল 'মনোমোহন
থিয়েটারে। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর
৬ মাস।
- মঞ্চ:
- কারাগার।
নাট্যকার
মন্মথ রায়।
- ২৪ ডিসেম্বর ১৩৩০
(বুধবার ৯ পৌষ ১৩৩৭)। তৃতীয় অঙ্ক। দৃশ্য দুই। 'ধরিত্রী'র গান। শিল্পী:
নীহারবালা।
মনোমোহন থিয়েটার-এ
মঞ্চস্থ হয়েছিল।
-
৮ আগষ্ট ১৯৩১
খ্রিষ্টাব্দ (শনিবার ২৩ শ্রাবণ ১৩৩৮)
নাট্যনিকেতনে
মঞ্চস্থ হয়েছিল।
- গ্রন্থ:
- কারাগার।
মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে
নভেম্বর ১৯৫১। তৃতীয় অঙ্ক। দৃশ্য দুই।
'ধরিত্রী'র গান]
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। ১১। হাম্বীর-কাওয়ালি পৃষ্ঠা: ১৬৯]