বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: 
		
কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর বাজে
 
	
পুরুষ : কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর 
								বাজে
বাজে বাজে লো ঘুঙুর কাহার পায়ে।
স্ত্রী : হাতে তল্তা বাঁশের বাঁশি মুখে জংলা হাসি
কে ঐ বুনো গো বেড়ায় আদুল গায়ে॥
পুরুষ : তার ফিঙের মত এলোখোঁপায় ঝিঙেরি ফুল
স্ত্রী : যেন কালো ভোম্রার গা কালার ঝামর চুল।
দ্বৈত : ও যদি না হতো পর
দু’জনের হতো ঘর
একই গাঁয়ে গো॥
		
পুরুষ : ওর বাঁকা ভঙ্গিমা দেখে
তৃতীয়ার চাঁদ ডেকে
হতে চাহে ওর হাঁসুলি-হার।
স্ত্রী : ঝিলের শঙ্খ ঝিনুক বলে
কিনুক বিনামূলে
আমরা হব কালার কণ্ঠেরই হার।
পুরুষ : ও মেয়ে না পাহাড়ি-ঝর্নার সুর
স্ত্রী : ও পুরুষ না কষ্টি পাথরের ঠাকুর
দ্বৈত : যদি বাস্ত ভালো, যদি আসত কাছে
রাখতাম হিয়ায় লুকায়ে গো॥
	
	- রচনাকাল ও স্থান:
		 গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের মার্চ   (ফাল্গুন-চৈত্র ১৩৪৮) মাসে, হিন্দুস্তান 
		রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ১০ মাস।
	
 
- রেকর্ড: হিন্দুস্তান
			[মার্চ ১৯৪২  (ফাল্গুন-চৈত্র ১৩৪৮)। 
			এইচ ৯৮৪। শিল্পী: 
			শান্তা বসু ও কালীপদ সেন]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	সুধীন দাশ 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] 
	১১ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: 
		
		ঝুমুর
			- তাল: দ্রুত 
			দাদরা
			
- গ্রহস্বর: পা