বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: যাস কোথা সই একলা ও তুই অলস বৈশাখে
রাগ: গৌড় সারঙ,
তাল দাদরা
যাস কোথা সই একলা ও তুই অলস বৈশাখে?
জল নিতে যে যাবি ওলো কলস কই কাঁখে?
সাঁঝ ভেবে তুই ভর-দুপুরেই দুকূল নাচায়ে
পুকুর-পানে ঝুমুর ঝুমুর নূপুর বাজায়ে
যাসনে একা হাবা ছুঁড়ি, অফুট জবা চাঁপা-কুঁড়ি তুই
ওলো রং দেখে তোর লাল গালে যায়
দিগ্বধূ ফাগ থাবা থাবা ছুঁড়ি,
পিক-বধূ সব টিটকিরী দেয় বুলবুলি চুমকুড়ি –
ওলো বউল-ব্যাকুল রসাল তরুর সরস ওই শাখে॥
- রচনাকাল:
ছায়ানট
কাব্যগ্রন্থের
অন্তর্ভুক্ত এই গানের সাথে রচনাকাল ও স্থানের উল্লেখ আছে- 'কলিকাতা/ফাল্গুন
১৩২৭'(ফেব্রুয়ারি-মার্চ
১৯২১)এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
ছায়ানট
-এর প্রথম সংস্করণ। ১৯২৫ খ্রিষ্টাব্দ, ১৩৩২ বঙ্গাব্দ)
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। শিরোনাম:
দুপুর অভিসার।
- পত্রিকা:
ভারতী [শ্রাবণ ১৩২৮ (জুলাই-আগষ্ট ১৯২১)। শিরোনাম:
দুপুর-অভিসার (গৌড় সারঙ্-দাদরা)। পৃষ্ঠা: ৩০৫] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী