রাগ: পটদীপ, তাল: ত্রিতাল
হে প্রিয় আমারে দিব না ভুলিতে
মোর স্মৃতি তাই রেখে' যাই শত গীতে॥
বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে
আমারি করুণ গাথা গাহিবে কে কোথা
সজল মেঘ-ঘেরা নিশীথে॥
গোধূলি-ধূসর ম্লান আকাশে
হেরিবে আমার মূরতি ভাসে
তব পদদলিত ফুলের বাসে
পড়িবে মনে আমারে চকিতে॥