বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাধা-তুলসী, প্রেম-পিয়াসি, গোলকবাসী
রাগ: আনন্দ-ভৈরব, তাল: ত্রিতাল
রাধা-তুলসী, প্রেম-পিয়াসি, গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ।
নাম জপ মুখে, মূরতি রাখ বুকে ধ্যান দেখ তারি রূপ মোহন॥
অমৃত রসঘন কিশোর-সুন্দর,
নব নীরদ শ্যাম মদন মনোহর
―
সৃষ্টি প্রলয় যুগল নূপুর শোভিত যাহার রাঙা চরণ॥
মগ্ন সদা যিনি লীলারসে,
যে লীলা-রস ভরা গোপী-কলসে,
কান্না-হাসির আলো-ছায়ার মায়ায় যাহার মোহিত ভুবন॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪৪) মাসে ,
এইচএমভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর
৩ মাস।
- রেকর্ড:
এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)। এন ৯৯৫৪। শিল্পী: খগেন্দ্রনাথ চক্রবর্তী (বাঞ্ছা বাবু)। সুর: নজরুল ইসলাম।
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ২২ সংখ্যক গান
[নমুনা]
- পর্যায়: