বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চঞ্চল শ্যামল এলো গগনে।  
চঞ্চল শ্যামল এলো গগনে।
নয়ন-পলকে বিজলি ঝলকে চাঁচর অলক ওড়ে পবনে॥
রিমঝিম্ বৃষ্টির নূপুর বোলে
মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে;
হেরি’ সেই নৃত্য ধরার চিত্ত ডুবু ডুবু বরিষার প্রেম-প্লাবনে॥
উ দাসী বেণু তার অশান্ত বায়ে
বাজে রহি’ রহি’ দূর বনছায়ে;
আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে ভাবের বন্যা বহে বৃন্দাবনে॥