বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
	
		
			
			
		
                     
				তাল : দ্রুত-দাদ্রা
দ্বৈত     
				:  
	 ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
             
				 নাচব দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)॥
স্ত্রী 
				      :   
				আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে)
 
				            
				এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিধিলি।
পুরুষ   
				:    চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো
				             
				 গয়না ছিলাম গায় (লো)॥
স্ত্রী       
				:   
	ঝিলমিলিয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল 
				
পুরুষ 
				  
				:    শালুক যেন মুখখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল।
স্ত্রী 
				      :   
				কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে
পুরুষ 
				  :    
				সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে।
দ্বৈত 
    :   
				সে জনমের দু'টি হৃদয় এ জনমে হায়
				              
				এক হতে যে চায় লো এক হতে যে চায়॥
			
		
	
	- রচনাকাল ও স্থান:
		 গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের মার্চ   (ফাল্গুন-চৈত্র ১৩৪৮) মাসে, হিন্দুস্তান 
		রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ১০ মাস।
	
 
- রেকর্ড:
হিন্দুস্তান
			[মার্চ ১৯৪২  (ফাল্গুন-চৈত্র ১৩৪৮)। 
			এইচ ৯৮৪। শিল্পী: 
			শান্তা বসু ও কালীপদ সেন] [শ্রবণ 
	নমুনা]
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
	সুধীন দাশ।  
		[নজরুল-সঙ্গীত 
	স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। 
	প্রথম সংস্করণ।  নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৩ সংখ্যক গান] 
	[নমুনা]
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
		
		
		ঝুমুর
			- তাল: দ্রুত 
			
			দাদরা
- গ্রহস্বর: সা