বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর 
	
		
রাগ: আড়ানা, তাল: ঝাঁপতাল
			
যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন॥
চির শ্মশানচারী অনাদি সমাধিধারী
স্তব্ধ ভয়ে চরণে তাঁরি প্রণতি করে গগন॥
ত্রিশূল-বিষাণ রহে পড়িয়া পাশে
ললাটে শশী নাহি হাসে
গঙ্গা তরঙ্গ-হারা ভীত ভুবন।
ত্রাহি হে শম্ভু শিব, ত্রাসে কাঁপে জড় ও জীব
ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন॥
		
	
	- 
		রচনাকাল ও স্থান:
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৪৪১) 
		মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত 
		হয়েছিল। পরে রেকর্ডটি বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস বৎসর।
				
		
 
 
- 
		রেকর্ড:
		
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
	
	নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল 
	ইন্সটিটিউট] ২০ সংখ্যক গান [নমুনা]
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
- সুরাঙ্গ: 
		
		ধ্রুপদাঙ্গ
 ভাঙাগান: মূল গান। মুদের মোরি কাহে কো ছিনা লয়ে [হিন্দি বন্দিশ]
- তাল: 
		
		ঝাঁপতাল 
- গ্রহস্বর: পা