বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম : আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে
তাল: দাদ্রা
আমার কালিবাঞ্ছা কল্পতরুর ছায়াতলে আয় রে,
এই তরুতলে যে যাহা চায় তখনি তা পায় রে॥
তুই চতুর্বর্গ
ফল কুড়াবি
যোগ পাবি, ভোগ
পাবি
এমন কল্পতরু থাকতে- কেন মরিস্ নিরাশায় রে॥
দস্যু ছেলের আবদারে সে সাজে ডাকাত কালির বেশে,
কত রামপ্রসাদের কন্যা হয়ে বেড়া বেঁধে যায় রে।
ওরে
পুত্র-কন্যা বিভব-রতন,
চেয়ে নে যার
ইচ্ছা যেমন,
ওরে আমার এ মন থাকে যেন বাঞ্ছাময়ীর পায় রে॥
সে আর কিছু না
চায়
চেয়ে চেয়ে বাসনা তার শেষ হল না হায়!
এবার খালি হাতে তালি দিয়ে (আমি) চাইব কালিকায় রে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ বঙ্গাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৪৯) মাসে
এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৮ মাস।
- রেকর্ড:
এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৪৩ (মাঘ-ফাল্গুন ১৩৪৯)। এন২৭৩৫২। শিল্পী: মৃণালকান্তি ঘোষ
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী
[নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] প্রথম গান।
[নমুনা]
- সুরকার:
কমল
দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (শাক্ত, শ্যামা সঙ্গীত)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা