বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোর মন ছুটে যায় দ্বাপর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে
তাল: ফের্তা
উভয়ে : মোর মন ছুটে যায় দ্বাপর যুগে
দূর দ্বারকায় বৃন্দাবনে।
স্ত্রী+উভয়ে : মোর মন হ’তে চায় ব্রজের রাখাল খেলতে রাখাল-রাজার সনে॥
স্ত্রী :
রূপ ধরে না বিশ্বে যাহার
দেখতে সাধ যায় কিশোর-রূপ তার
পুরুষ : কেমন মানায় নরের রূপে
অনন্ত সেই নারায়ণে॥
স্ত্রী :
সাজ্ত কেমন শিখী-পাখা বাজ্ত কেমন নূপুর পায়ে,
পুরুষ : থির কেমন থাক্ত ধরা
নাচ্ত যখন তমাল-ছায়ে।
উভয়ে : মা যশোদা বাঁধ্ত যখন কাঁদ্ত
ভগবান কেমনে॥
স্ত্রী :
সাজ্ত কেমন বন-মালায় বিশ্ব যাহার অর্ঘ্য সাজায়;
পুরুষ : যোগী-ঋষি পায় না
ধ্যানে গোপ-বালা কেমনে পায়।
উভয় : তেম্নি ক’রে কালার
প্রেমে সব খোয়াব এই জীবনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার
২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)]। ভজন। পৃষ্ঠা: ৬১-৬২
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ৪১ সংখ্যক গান।
ভজন। পৃষ্ঠা ২০২-২০৩]
- রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-কার্তিক ১৩৩৯)]। এফটি
২২৩২। শিল্পী: ধীরেন দাস ও হরিমতী।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইদ্রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ২৩ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ:
ভজন
- তাল:
তালফেরতা (কাহারবা/
দাদরা)
- গ্রহস্বর: সা