বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: রক্ষাকালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে
রক্ষাকালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে
মায়ের পায়ের ফুল কুড়িয়ে বেঁধেছি মোর শিরে॥
মা’র চরণামৃত
খেয়ে
অমৃতে প্রাণ
আছে ছেয়ে,
দুঃখ অভাব ভাবনার ভার দিয়েছি মা ভবানীরে॥
তারা নামের নামাবলী জড়িয়ে আমার বুকে,
মায়ের কোলে শিশুর মত ঘুমাই পরম সুখে।
মা’র ভক্তের
চরণ ধূলি
নিয়েছি মোর
বক্ষে তুলি
মায়ের পূজার প্রসাদ পেতে আমি আসি ফিরে ফিরে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪) মাসে,
টুইন
রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর
৫ মাস।
-
রেকর্ড:
টুইন [নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)। এফটি
১২১৪৯। শিল্পী: অমরেন্দ্রনাথ ঘোষ। সুর: কে মল্লিক]
এর জুড়ি গান: ও মা বক্ষে ধরেন শিব যে চরণ (বক্ষে ধরেন) [তথ্য]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা]
২০ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)