বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: রক্ষাকালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে

                তাল: দাদ্‌রা

রক্ষাকালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে
মায়ের পায়ের ফুল কুড়িয়ে বেঁধেছি মোর শিরে॥
            মা’র চরণামৃত খেয়ে
            অমৃতে প্রাণ আছে ছেয়ে,
দুঃখ অভাব ভাবনার ভার দিয়েছি মা ভবানীরে॥
তারা নামের নামাবলী জড়িয়ে আমার বুকে,
মায়ের কোলে শিশুর মত ঘুমাই পরম সুখে।
            মা’র ভক্তের চরণ ধূলি
            নিয়েছি মোর বক্ষে তুলি
মায়ের পূজার প্রসাদ পেতে আমি আসি ফিরে ফিরে॥