বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভারত শ্মশান হ’ল মা, তুই শ্মশানবাসিনী ব’লে
রাগ : মূলতান, তাল : একতাল
ভারত শ্মশান হ’ল মা, তুই শ্মশানবাসিনী ব’লে।
জীবন্ত-শব নিত্য মোরা, চিতাগ্নিতে মরি জ্ব’লে॥
আজ হিমালয় হিমে ভরা,
দারিদ্র্য-শোক-ব্যাধি-জরা,
নাই যৌবন, যেদিন হতে শক্তিময়ী গেছিস্ চ’লে॥
(মা) ছিন্নমস্তা হয়েছিস্ তাই হানাহানি হয় ভারতে,
নিত্য-আনন্দিনী, কেন টানিস্ নিরানন্দ পথে?
শিব-সীমন্তিনী বেশে
খেল্ মা আবার হেসে হেসে,
ভারত মহাভারত হবে, আয় মা ফিরে মায়ের কোলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)
মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৫১। পৃষ্ঠা:
২৮২]
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এন ২৭১৮৬। শিল্পী:
জ্ঞান গোস্বামী]
- পত্রিকা:
-
সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা [আশ্বিন ১৩৪৮ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৪১)। আগমনী।
মূলতান-একতালা। কথা: নজরুল ইসলাম। সুর নিতাই ঘটক। স্বরলিপি: কুমারী বিজলী ধর]
[নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- কুমারী বিজলী ধর।
সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা [আশ্বিন ১৩৪৮ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৪১)
[নমুনা]
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড
পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৭৬-৭৭]
[নমুনা]
- পর্যায়