ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি
বাল্মীকিপ্রতিভা-র
গ্রন্থপরিচয়
বিশ্বভারতী-কর্তৃক প্রকাশিত প্রথম খণ্ডের (আশ্বিন ১৩৯০) ৬২৯-৩১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠানুসারে নিচের তথ্য দেওয়া হলো।
বাল্মীকিপ্রতিভা ১২৮৭ সালের ফাল্গুনে পুস্তকাকারে প্রকাশিত হয়। "দ্বিতীয় সংস্করণ"
(ফাল্গুন ১২৯২) গ্রন্থের দ্বিতীয় পৃষ্ঠার পাদটীকায় লিখিত আছে–
'অনেকগুলি গান পরিবর্তিত আকারে অথবা বিশুদ্ধ আকারে কালমৃগয়া গীতিনাট্য হইতে গৃহীত।'
কালমৃগয়ার অনেকটা অংশ বাল্মীকিপ্রতিভায় গৃহীত হইয়াছে বলিয়া
কালমৃগয়া পরে আর ছাপানো হয় নাই, এ কথা জীবনস্মৃতিতে উল্লিখিত আছে। কালমৃগয়া হইতে
নিম্নোক্ত গানগুলি বাল্মীকিপ্রতিভার দ্বিতীয় সংস্করণে ঈষৎ পরিবর্তিত অথবা যথাযথ
আকারে গৃহীত হয়–
আ:, বেঁচেছি এখন এনেছি মোরা, এনেছি মোরা রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে এই বেলা সবে মিলে চলো হো গহনে গহনে যা রে তোরা চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা আগে যাই কে এল আজি এ ঘোর নিশীথে প্রাণ নিয়ে তো সটকেছি রে সর্দারমশায়, দেরী না সয় কাজ কি খেয়ে তোফা আছি |
দ্বিতীয় সংস্করণে প্রথম সংস্করণের কোনো কোনো গান বর্জিত হয় ও
নিম্নোক্ত গানগুলি নূতন সন্নিবিষ্ট হয়–
সহে না, সহে না, কাঁদে পরান ওই মেঘ করে বুঝি গগনে মরি, ও কাহার বাছা ছাড়ব না ভাই, ছাড়ব না এত রঙ্গ শিখেছ কোথায় রাঙাপদপদ্মযুগে কী দোষে বাঁধিলে আমায় রাজা মহারাজা কে জানে আছে তোমার বিদ্যেসাধ্যি জানা আ: কাজ কী গোলমালে অহো, আস্পর্ধা এ কী তোদের আয় মা, আমার সাথে কোথায় জুড়াতে আছে ঠাঁই কেন রাজা, ডাকিস কেন বলব কী আর বলব খুড়ো রাখ্ রাখ্ ফেল ধনু দেখ্ দেখ্ দুটো পাখি নমি নমি ভারতী শ্যামা, এবার ছেড়ে চলেছি মা বাণী বীণাপাণি করুণাময়ী |
বাল্মীকিপ্রতিভার প্রথম এবং দ্বিতীয় সংস্করণে,
গ্রন্থশেষে সরস্বতীর আশিসবচনের পূর্বে বাল্মীকির একটি সরস্বতী-বন্দনা ছিল ('হৃদয়ে
রাখ গো দেবী')। 'গান' গ্রন্থের প্রথম প্রকাশকাল (সেপ্টেম্বর ১৯০৮) উহা
বাল্মীকিপ্রতিভা হইতে বর্জিত হয়। বর্তমান গ্রন্থেও নাই। সামান্য আরো দু-একটি
পরিবর্তন ব্যতীত বর্তমান মুদ্রণ দ্বিতীয় সংস্করণের অনুবৃত্তি বলা যায়।
বাল্মীকিপ্রতিভার দ্বিতীয় (১২৯২) সংস্করণকে, প্রথমসংস্করণ বাল্মীকিপ্রতিভা ও কালমৃগয়ার যোগে পুবর্লিখিত গ্রন্থ বলিয়া গ্রহণ করা অসংগত নহে। এইজন্য বর্তমান রচনাবলীর গ্রন্থানুক্রমে ইহাকে প্রকৃতির প্রতিশোধের পরে বসানো হইয়াছে।